Print
কুমিল্লা প্রেসকাবের সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি চেয়ে সভাপতি বরাবর পাঠানো আবুল কাশেম হৃদয়ের (সম্পাদক কুমিল্লার কাগজ) পদত্যাগপত্র গৃহিত হয়েছে। অন্যদিকে সাধারণ সম্পাদকের (সেক্রেটারি) শূণ্যপদে কাবের ক্রীড়া-সাংস্কৃতিক সম্পাদক দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার ও দৈনিক রূপসী বাংলার চীফ রিপোর্টার সাদিক মামুনকে অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে কাবের এক জরুরী সভায় ওই দুটি সিদ্ধান্ত গৃহিত হয়। গত ১৬জুন ব্যক্তিগত ব্যস্ততার কারণে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করে আবুল কাশেম হৃদয় কাব সভাপতি আশিক অমিতাভ বরাবর তার স্বাক্ষরিত একটি পদত্যাগপত্র প্রেরণ করেন। 

ওই পদত্যাগপত্রের অনুলিপি কাবের সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতিকে দেয়া হয়। ওই পদত্যাগপত্রের বিষয়ে আলোচনার জন্য কাব সভাপতি আশিক অমিতাভ গতকাল বৃহস্পতিবার কাবের নির্বাহী পরিষদের জরুরী সভা আহ্বান করেন। কাব সভাপতি আশিক অমিতাভের সভাপতিত্বে দুপুরে অনুষ্ঠিত ওই সভায় সাধারণ সম্পাদকের পদত্যাগপত্রের বিষয়ে সাংগঠনিক আলোচনায় অংশ নেন কাবের সহ-সভাপতি রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম দুলাল, সাংগঠনিক সম্পাদক কাজী এনামুল হক ফারুক, অর্থ সম্পাদক শাহজাদা এমরান, দপ্তর সম্পাদক জালাল উদ্দিন, প্রচার সম্পাদক ওমর ফারুকী তাপস, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাদিক মামুন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক দেলোয়ার হোসেন জাকির, নির্বাহী সদস্য অশোক বড়–য়া, জাহাঙ্গীর আলম রতন, মাহবুব আলম বাবু ও এম ফিরোজ মিয়া। কাবের সিনিয়র সহ-সভাপতি শহিদুল হক সেলিম ও নির্বাহী সদস্য হুমায়ুন কবীর রনি ঢাকায় অবস্থান করায় জরুরী সভায় উপস্থিত থাকতে পারেনি। আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি চাওয়া আবুল কাশেম হৃদয়ের পদত্যাগপত্রটি গৃহিত হয়। সভায় সর্বসম্মতিভাবে কাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাদিক মামুনকে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত অতিরিক্ত হিসেবে সাধারণ সম্পাদক পদে দায়িত্ব দেয়া হয়। সভায় উপস্থিত নির্বাহী পরিষদের সকল সদস্যগণ কাবের সামগ্রিক কার্যক্রম সূচারুভাবে সম্পাদনের ব্যাপারে সাধারণ সম্পাদক পদে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সাদিক মামুনকে সর্বাত্মক সহযোগিতা দেয়ার আশাবাদ ব্যক্ত করেন।