Print

গত ২৪ অক্টোবর(শুক্রবার) রাতে কানাডার আলবার্টা প্রদেশের প্লিজেন্টভিউ কমিউনিটি হলে বাংলাদেশ হেরিটেজ এন্ড এথনিক সোসাইটি অব আলবার্টার বর্ণাঢ্য উৎসব ও আনন্দ মুখর এক পরিবেশে ঈদ পূর্ণ মিলনী-২০১৪ অনুষ্ঠিত হয় ।প্রবাসে ঈদ আমেজকে নতুন আঙ্গিকে এ প্রজন্মের তরুনদের কাছে উপস্থাপন করে বাংলাদেশ হেরিটেজ এন্ড এথনিক সোসাইটি নাচ, গান, কৌতুক, ফ্যাশন শো এবং রকমারী খাবার পরিবেশনের মাধ্যমে।

অনুষ্ঠানের প্রারম্ভে উপস্থিত  নারী, পুরুষ ও শিশু কিশোর এবং বিদেশী অতিথি সহ সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানান সংগঠনের ভিপি তমাল ইসলাম। অনুষ্ঠানের উদ্ভোধনী ভাষনে বিশিষ্ট সাংবাদিক ও মুক্তিযোদ্ধা, বাংলাদেশ হেরিটেজ এন্ড এথনিক সোসাইটি অব আলবার্টার সভাপতি দেলোয়ার জাহিদ বলেন, প্রবাসে ঈদের আনন্দ ধর্মমত নির্বিশেষে সকলের, হেরিটেজ এন্ড এথনিক সোসাইটির সুদূর প্রসারী কার্য্যক্রম দ্বারা এবছরউল্লেখযোগ্য কিছু নজির স্থাপন করা হয়েছে।আগামীতে তরুন প্রজন্মকে এ সংগঠনের হাল ধরার অনুরোধ জানান তিনি।প্রবাসে প্রতিটি সংগঠনে গণতান্ত্রিক ধারার চর্চা, নতুন ও গতিশীল নেতৃত্ব সৃষ্টির মাধ্যমে এ প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাবার আহ্বান জানান সংগঠনের সভাপতি। 


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার এর  লেজিসলেটিভ সেক্রটারী সন্মানিত সোহেল কাদরী এম, এল, এ, ও  সন্মানিত অতিথি অন্যতম ভাষা সৈনিক মোঃ সিদ্দিক হুসাইন।  সভাপতি জাহিদ প্রধান অতিথিকে সাইফুর হাসান ও এন্ডি স্ট্রোক্রিচ সম্পাদিত সংগঠনের বার্ষিক ম্যাগাজিন এডমন্টন বিচিত্রা ২০১৪ আনুষ্ঠানিক ভাবে প্রদানের মাধ্যমে এর বিতরণ পর্ব শুরু করেন।  প্রধান অতিথি প্রকাশনাটির উচ্ছসিত প্রশংশা করেন।  আলবার্টা প্রদেশের স্পীকার জেনে জুঝডেস্কী, এম, এল, এ, সোহেল কাদরী, কালগেরী পূর্ব এর এম, এল, এ, মো এমরী,  এম, এল, এ, জেনিশ সারিচ, আলবার্টা লিবারেল অপজিশন লিডার ড.ডেভিড সওয়ান বেসার ঈদ পূর্ণ মিলনী-২০১৪ উপলক্ষে বানী প্রেরন করেন।

উদ্ভোধনী  সঙ্গীত পরিবেশন করেন নির্ঝর চৌধুরী তার সাথে তবলায় বিকাশ তালুকদার, মাইকেল জ্যাকশনের নাচ নেচে মঞ্চ কাপিয়ে তুলেন তমাল ইসলাম, কৌতুক পরিবেশন করেন মুহাম্মদ ইসমাইল।                         

দেশী গানের সাথে নাচ ও ফ্যাশন শো তে অংশ নেয়ঃ তমাল ইসলাম, আনামুর রহমান মিয়া, শফিকুল ইসলাম, সাব্রি আরাজ হায়দার, ফারজানা ইসলাম, রিয়া কারিন, ডলিন ইসলাম, ন্যান্সি নারায়ণ এবং নির্দেশনা ও সহযোগিতায় ফারহানা ইসলাম ও আহসান উল্লাহ।

অনুষ্ঠানে পর পর তিনটি সঙ্গীত পরিবেশন করে কিশোরী কন্ঠশিল্পী চামেলী লস্কর। সদ্যপ্রয়াত কবি সুনীল গঙ্গোপাধ্যায়-এর 'আমি কী রকম ভাবে বেঁচে আছি' কবিতাটি আবৃত্তি করেন ডাঃ শেখ জলিল. মোহনীয় এক নষ্টালজিয়ার সৃষ্টি করে এ আবৃত্তিটি। তিনি স্বরচিত একটি গানের অংশ ও গেয়ে শোনান। শেষ পর্বে নাতাশা রহমানের গানে গানে দর্শক, শ্রোতা ও শিশু কিশোরদের মঞ্চ কাপানো নাচে হলে আনন্দের ফোয়ারা বয়ে যায়।

অনুষ্ঠানের মাঝে গত জুন এর ১৪ তারিখ মাহিনুর জাহিদ স্মৃতি ক্রিকেট ও ফুটবল টুর্নাম্যান্টের খেলোয়ারদের সনদ প্রদান করা হয়।খেলোয়ারগণ যথাক্রমে:বাংলাদেশ প্রেসক্লাব অব আলবার্টা দলের তানভীর হাসান, সাইফুদ্দিন খালেদ, কাউছার খন্দকার, সন্জীব চৌধুরী, মাসুদ ভুইয়া, সাইফুর হাসান, মির্জা বাসের উল আলম, আদনান কামাল, আবুল হক শামীম, রায়হান জামিল ও খাদেমুল ইসলাম রাসেল এবং বাংলাদেশ হেরিটেজ এন্ড ইথনিক সোসাইটি দলে- আহসান উল্লাহ, হালিম শাহ, হারুন শরীফ, গোলাম সারওয়ার, মুহাম্মদ আনিসুল হক, খায়রুল রবিন, মুহাম্মদ বি হুদা, আবরারুল মান্নান, খায়রুল রবিন, আবদুল বারী, মুহাম্মদ মুস্তাফিজুর রহমান ও শ্যাম ইসলাম সোহেল এবং খেলার ম্যান অব দি ম্যাচ বেসা দলের দল প্রদান আহসান উল্লাহ।উদ্বোধনী পর্বে খেলাটি পরিচালনা করেছিলেন সহিদ হাসান ও দ্বিতীয় পর্বে মুহাম্মদ নবী এবং এছাড়া ও গত আগষ্টের ১৬ তারিখ অনুষ্ঠিত ফুটবল টুর্নাম্যান্টের খেলোয়ারদের প্রশংসাপত্র বিতরন করা হয়। দুটি দলের নেতৃত্বে ছিলেন তানভীর হাসান (বাংলাদেশ প্রেসক্লাব) ও আহসান উল্লাহ (বেসা)।ম্যান অব দি ম্যাচ  প্রেসক্লাব টিমের বিশ্বজিৎ ও সর্বোচ্চ গোলদাতার সণ্মান পায় জুলফিকার আহমেদ তায়িফ। দলের খেলোয়াড় মধ্যে ছিলেন: বাংলাদেশ প্রেসক্লাব - তানভীর, তায়িফ, তমাল, সঞ্জীব, বিশ্বজিত ও বেসা দলে: আহসান, হারুন, সারওয়ার, কাউসার, সাইফুর, আনামপ্রমুখ।

ঈদ পূর্ণ মিলনী-২০১৪ তে মন মাতানো গান পরিবশনের জন্য স্থানীয় কন্ঠশিল্পী নাজিয়া নাতাশা রহমান ও চামেলী লস্কর পিংকীকে সন্মননা সনদ এবং ফ্যাশন শো তে অংশ নেয়া শিল্পীদের মাঝে  প্রশংসাপত্র বিতরণ করেন বেসা সভাপতি দেলোয়ার জাহিদ।

এ বিশাল আয়োজনে খাদ্য ব্যবস্থাপনায় ছিলেন মুহাম্মদ ইসমাইল ও আলবার্টা বিশ্ববিদ্যালয়ের গবেষক ডঃ হাফিজুর রহমান, ওসহায়তায় নূর-এ-আলম এবং তায়িফ। এছাড়াও  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য সাবেক সভাপতি তাজুল আলী,মিসেস আনোয়ারা ইসলাম, মিসেস মোর্শদা বেগম, মুহাম্মদ লস্কর, মুহাম্মদ জাকারিয়া সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।স্বেচ্ছাসেবীদের অক্লান্ত পরিশ্রমের ফসল ছিলো এ সফল আনন্দ উৎসব ঈদ পূর্ণ মিলনী-২০১৪. অনুষ্ঠান উপস্থাপনায়
আনামুর রহমান মিয়া.