ঢাকা, ১৩ ফেব্রুয়ারি, ২০১৪ (বাসস) : যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের শিক্ষার্থীদের দুর্নীতি, সন্ত্রাস, অনিয়ম ও মিথ্যাচারকে ‘না’ বলতে উদ্বুদ্ধ করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, স্কুল জীবনে রাজনীতি করার প্রয়োজন নেই।
মন্ত্রী বলেন, নস্ট লোকদের হাতে রাজনীতি পড়লে দেশ মেধাশূন্য হবে এবং এতে অগ্রগতি বাঁধাগ্রস্ত হবে।
তিনি আজ রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মোহাম্মদপুর প্রিপারেটরী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, একটি উন্নত জাতি গঠনে আদর্শ মানুষ তৈরীর বিদ্যাপীঠ চাই। ‘শিক্ষিত দুর্নীতিবাজ’ তৈরির কারখানা জাতি চায় না।
’দুর্নীতি আমাদের শত্রু- একে পরাজিত করতে হবে’- এ কথা উল্লেখ করে তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠান মেধা তৈরীর কারখানা। দেশে জ্ঞানী লোক দরকার-জ্ঞানপাপী নয়।
বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে -একথা উল্লেখ করে মন্ত্রী বলেন, কথা অনেক হয়েছে- এখন আর কথা নয়, শুধু কাজ আর কাজ।
দেশ গঠনে ভালো কাজের দৃষ্টান্ত স্থাপনের ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, মেধাবীদের হাতে দেশের নেতৃত্ব তুলে দিতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, সৎ ও মেধাবীরা নেতৃত্বে এগিয়ে এলে নস্ট রাজনীতিকরা বিদায় নেবে ।
তিনি ছাত্র-ছাত্রীদের নিয়মিত পড়াশুনার পাশাপাশি বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেয়ার আহবান জানিয়ে বলেন, সুস্থ দেহ-মনের জন্য নিয়মিত শরীরচর্”া প্রয়োজন ।
তিনি বলেন, প্রত্যেক শিক্ষার্থীর মাঝে সহমর্মিতা, উদারতা, সত্যনিষ্ঠা, শৃঙ্খলা, দেশপ্রেম ও আধুনিক মনষ্কতা সৃস্টি হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাহাঙ্গীর কবির নানক এমপি।
প্রতিষ্ঠানটির বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান আতা উদ্দিন খান’র সভাপতিত্বে এতে স্বাগত বক্তৃতা দেন একাডেমিক কাউন্সিলের উপদেষ্টা ইঞ্জিনিয়ার এম.এ. গোলাম দস্তগীর এবং অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ বেলায়েত হুসেন, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ড. ম.তামিম।
জাহাঙ্গীর কবির নানক বলেন, ছাত্র ছাত্রীরা দেশ গড়ার হাতিয়ার। তিনি আধুনিক ও বিজ্ঞান সম্মত শিক্ষা প্রদানে মুখ্য ভূমিকা পালনে শিক্ষা প্রতিষ্ঠাগুলোকে আরো উদ্যোগী হওয়ার আহ্বান জানান।