

একুশে উপলক্ষে আয়োজিত এডমন্টন পাবলিক লাইব্রেরীতে একটি অনুষ্ঠানের মাধ্যমে সন্মানজনক এ পদকগুলো বিতরণ করা হবে.।
কানাডার আলবার্টা প্রবাসী বাংলাদেশি সম্প্রদায়ের প্রিয়মুখ ২৭ বছর বয়সী তরুন মাহিনুর জাহিদের স্মৃতি রক্ষায় এ ফাউন্ডেশন যুব সমাজের কল্যানের জন্য কাজ করে আসছে। ২০১২ সালের ৪ঠা জানুয়ারী সন্ধ্যায় আলবার্টার লয়েডমিনিষ্টারে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় মাহিনুর নিহত হন।
বাংলাদেশ প্রেসক্লাব, বাংলাদেশ হেরিটেজ মিউজিয়াম, ও মাহিনুর জাহিদ মেমোরিয়াল ফাউন্ডেশান ২১শে ফেব্রোয়ারী এডমন্টনস্থ এভর্টসফিল্ড পাবলিক লাইব্রেরীতে একটি বই মেলার আয়োজন সহ শিশু-কিশোরদের জন্য নানাবিদ অনুষ্ঠানের আয়োজন করেছে।
বহু সংস্কৃতির দেশ কানাডায় আমাদের সাংস্কৃতিক পরিচয়কে সমৃদ্ধ করার লক্ষ্যে সবাইকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে এ বছর সংগঠনগুলো কাজ শুরু করেছে।