Print

(ছবিতে: এডমোনটনে মা দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা দেলোয়ার জাহিদের সাথে উপস্থিত আলোচকবৃন্দ)

এডমন্টন, আলবার্টা (কানাডা) থেকে রায়হানা জামান: কানাডার আলবার্টা প্রদেশের  স্বনামখ্যাত নর্থ আলবার্টান ইন্সটিটিউট অব  টেকনোলজি (নেইট) প্রাঙ্গনে বিশ্ব মা দিবস উপলক্ষে বাংলাদেশ হেরিটেজ সোসাইটির এক মনোজ্ঞ আলোচনা সভা অনুষ্ঠিত হয় গত ২৬শে এপ্রিল সন্ধ্যায়।  এতে সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি এডওয়ার্ড মন্ডল।

মে মাসের দ্বিতীয় রবিবার বাংলাদেশে যথাযোগ্য মর্যাদায় মা দিবসটি পালন করা হয়. এবং বিশ্বের বেশিরভাগ দেশেই মা দিবস একটি সাম্প্রতিক রীতির ছুটির দিন। বিশ্ব মা দিবস উপলক্ষে কানাডায় বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন প্রোগ্রাম, মিছিল,আলোচনা, সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকে. প্রবাসে মায়ের স্নেহ ভালবাসার স্মৃতি রোমন্থন করে উপস্থিত সোসাইটির কর্মকর্তাদের মধ্যে বক্তব্য রাখেন এডওয়ার্ড মন্ডল, ড. এইচ. এম. আশ্রাফ আলী, খালেদ আশ্রাফী, মোঃ জয়নাল আবেদিন, ম. হাবিবুর রহমান ও সারওয়ার মাহমুদ আরিফ প্রমুখ।

 বাংলাদেশ প্রেসক্লাব অব আলবার্টা  সভাপতি মুক্তিযোদ্ধা দেলোয়ার জাহিদ মায়ের প্রতি ভালবাসায় বাঙালির চিরন্তন ঐতিহ্যের কথা তুলে ধরে একাত্তুরে মুক্তিযুদ্ধে অংশ গ্রহনে তার মায়ের  বিরল অনুপ্রেরণা দানের একটি ঘটনার বর্ননা এবং বাবা কবি এম. এ খালেকের মা সুলভ আচরনের ঘটনার স্মৃতিচারণ করেন। তিনি বলেন দেশে একের পর এক হত্যাকাণ্ড ও মুক্তবুদ্ধির চর্চার উপর আঘাত আসছে যাতে দেশবাসীর চৈতন্য হারাবার উপক্রম। সাম্প্রতিক অপরাধ ও হত্যাকাণ্ডগুলো আমাদের সমাজে শিথিল পারিবারিক বন্ধনের কথাই স্মরণ করিয়ে দেয়। আমাদের সংস্কৃতিতে সামাজিক ও মানবিক মূল্যবোধের যে ধারা রয়েছে প্রবাসে ও একে সমুন্নত করতে হবে।

৪ঠা জুন এডমন্টনের হরলাক পার্কে  হেরিটেজ সোসাইটি দিবসব্যাপি মা ও শিশু কিশোরদের জন্য বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করেছে। অপরদিকে মে এর ৮ তারিখ মা দিবস উপলক্ষে বাংলাদেশ কানাডা এসোসিয়েশন ও হরলাক পার্কে নানাবিদ অনুষ্ঠানের আয়োজন করেছে।