Print
এডমন্টন- কানাডার গভর্নর জেনারেল মহামান্য রাইট মাননীয় ডেভিড জনস্টন বাংলাদেশ প্রেসক্লাব অব আলবার্টা সভাপতি, দেলোয়ার জাহিদকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষ্যে একটি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। এ বার্তায় তিনি বলেন,
 [...] কানাডা এর সর্বশ্রেষ্ঠ শক্তি হলো তার সমৃদ্ধ বৈচিত্র্য. যেখানে আমরা আমাদের বহুবিচিত্র সংস্কৃতির জন্য একটি উজ্জ্বল উদাহরণ হিসেবে সারা বিশ্বের কাছে পরিচিত। যেখানে একটি সত্যিকারের বহুবিচিত্র সংস্কৃতির সমাজ, একটি উজ্জ্বল উদাহরণ হিসেবে সারা বিশ্বের কাছে পরিচিত. অন্যদের জন্য সম্মান প্রদর্শন এর প্রধানতম।
 আমি যখন দেশ জুড়ে নানা সম্প্রদায়ের ভিন্ন ভিন্ন নাগরিক এর সঙ্গে দেখা করি যাদের উদ্ভব, তারা নানা ভাষায় কথা বলেন, সে হিসাবে আমি ভীষণ গর্ব বোধ করি. 
আজ - এবং প্রতিদিন, আসলে সবসময়- কানাডা তাদের স্থানীয় ভাষাকে উদযাপন এবং একে অপরের সাথে তাদের ঐতিহ্য এবং দেশাচার রীতিগুলোর হিস্যা দেন. এর দ্বারা, আমরা সবাই জানতে পারি যে আমদের মধ্যে কতটা সাধারণ মিল রয়েছে. [...] 
উল্লেখ্য, বিশ্ব পরিমন্ডলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ২০০০ সাল থেকে একুশে পালিত হয়ে আসছে । এদিনে বিশ্বের ৬ হাজার ৩১০টি ভাষাভাষির মানুষ নিজ নিজ ভাষার প্রতি সম্মান প্রদর্শন করবে.   পালিত হবে এবারও একুশে,  কিন্তু দেশে বিদেশে সামগ্রিক পরিস্থিতি ও পরিবর্তিত অবস্থার প্রেক্ষাপটে একে গুরুত্বপূর্ণ একটি কর্মসুচীতে রূপ দিতে কাজ করছে  বাংলাদেশ প্রেসক্লাব অব আলবার্টা । প্রবাসে শুধু স্মৃতিকাতরতা নয় বরং দিবসটির ইতিহাস ও ঐতিয্যকে তুলে ধরতে বলিষ্ট উদ্যোগ নিয়েছে বাংলাদেশ প্রেসক্লাব অব আলবার্টা.
কানাডার আলবার্টা প্রদেশের প্রিমিয়ার মাননীয় জিম প্রেন্টিস, আলবার্টা প্রদেশের কালচারাল এন্ড ট্যুরিজম মিনিষ্টার মাওরেন কুবিনিক ও ম্যানিটোবা প্রদেশের বহুসংস্কৃতিবাদ ও স্বাক্ষরতা বিষয়ক মন্ত্রী ফ্লোর মারসিলিনো সম্প্রতি বাংলাদেশ প্রেসক্লাব অব আলবার্টা (বিপিসিএ) এর সভাপতি, দেলোয়ার জাহিদ এর নিকট পৃথক বার্তায় মায়ের ভাষা ও সাংস্কৃতিক বৈচিত্র্য সচেতনতা প্রসারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০১৫ কে একটি মোক্ষম উপলক্ষ্য হিসেবে উদযাপনের ঊদ্যোগ নেয়াকে স্বাগত জানিয়েছেন।
বাংলাদেশ প্রেসক্লাব (বিপিসিএ) এর সভাপতি, দেলোয়ার জাহিদ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের উপর সম্প্রতি  একটি তথ্যমূলক ওয়েবসাইট উদ্ভোধন করেছেন- (http://motherlanguageday.ca/) যা প্রবাসে একটি সাংস্কৃতিক আন্দোলনের তথ্যসূত্র হিসেবে কাজ করছে।