আলবার্টাপ্রবাসীবাংলাদেশিসম্প্রদায়েরআনন্দঘন একটি দিন কাটলো প্রাকৃতিক সৌন্দর্য্য ঘেরা ছোট্র শহর ডেভনে। অনুষ্ঠিত হলো বাংলাদেশহেরিটেজএন্ডএথনিকসোসাইটিঅবআলবার্টার শিশু মেলা ২০১৪ ও ফ্যামিলি ডে।এ উপলক্ষেডিভনটাউনবাংলাদেশিখেলাধুলা ও ঐতিহ্যবাহী খাবারপরিবেশনের মধ্য দিয়ে উৎসব মুখরহয়েউঠে।
বাংলাদেশহেরিটেজএন্ডএথনিকসোসাইটিঅবআলবার্টার সভাপতি দেলোয়ারজাহিদ শিশু মেলার উদ্ভোধন করেন. অনুষ্ঠানে সণ্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেভন শহর মিউনিসিপালিটির মেয়রের পক্ষে কাউন্সিলর তানিয়া হিউজহ, বেসার উপদেষ্টা ও অন্যতম ভাষা সৈনিক মোঃ সিদ্দিক হসাইন, অধ্যাপক (অবঃ) এহতেশাম, ঢাকা জজকোর্টের সাবেক আইনজীবি একে এম আবদুল আলী।
- Prev
- Next >>