
বরগুনা, ১ অক্টোবর ২০১৪ (বাসস) : জেলায় শিশু সমাবেশ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে কন্যা শিশু দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন, বাংলাদেশ শিশু একাডেমী ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে মঙ্গলবার দিবসটি পালিত হয়।
জেলা শিল্পকলা একাডেমীতে আয়োজিত শিশু সমাবেশ ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মীর জহুরুল ইসলাম। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আলী।
বক্তব্য রাখেন, বরগুনা জিলা স্কুলের প্রধান শিক্ষক হাছিনা বেগম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মেহেরুন নাহার মুন্নী, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. ফারুক হোসেন, বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. হাসানুর রহমান ঝন্টু, জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আলতাফ হোসেন, বুড়িরচর এএমজি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহেলী পারভীন ছবি ও শুকতারা মহিলা সংস্থার নির্বাহী পরিচালক কাজল রানী দাস।
প্ল্যান বাংলাদেশ-এর পক্ষ থেকে কন্যা শিশু দিবসের ওপর ডকুমেন্টারী উপস্থাপন করেন গাজী গোলাম মোহাম্মদ।
শেষে শিশু একাডেমীর আয়োজনে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বিশেষ করে প্ল্যানের পক্ষ থেকে নিজেকে বাল্য বিয়ের কবল থেকে রক্ষা করায় ১০টি কিশোরী ও চিঠি লেখা প্রতিযোগিতায় ১০ জনকে পুরস্কার প্রদান করা হয়।