Print

কানাডার  এডমন্টনে সফল কনসার্ট করে দর্শক মাতানো বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড মাইলসের সদস্য হামিন আহমেদ, সাফিন আহমেদ, ইকবাল আসিফ জুয়েল ও সাঈদ জিয়াউর রহমান তুর্য । উপস্থিত ছিলেন বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের নির্বাচক ফারুক আহমেদ ও ক্রিকেট ধারাভাষ্যকার আতাহার আলী । এসএইচএস প্রোডাকশনের পরিচালক সৈয়দ হালিম শাহের আমন্ত্রণে মাইলসের শিল্পীরা এডমন্ট​নে কনসার্ট করার জন্য আসেন।