এডমোনটন, আলবার্টা (১লা মে, ২০১৪)ঃ এডমোনটন সিটির ইউনিভার্সিটি অব ম্যাকুইনে এক অনাড়াম্ভরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ প্রেসক্লাব সেন্টার অব আলবার্টার উদ্বোদনী সভা অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন প্রেসক্লাব এর নবনির্বাচিত সভাপতি, সমাজকন্ঠ সম্পাদক দেলোয়ার জাহিদ। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এডমোনটন দক্ষিণ-পশ্চিম এর আইন পরিষদ সদস্য ম্যাট জেনেরক্স এবং আলোচক ছিলেন ইন্টারনেশনাল হেরিটেজ ল্যানগুয়েজ এসোসিয়েশনের কর্মকর্তা ওলেগ বোগাটেরিভিচ।
ম্যাট জেনেরক্স বলেন সংবাদের স্বাধীনতা এবং বাংলাদেশ প্রেসক্লাব এর শুভ যাত্রার জন্য ১লা মে দিনটি খুবই তাৎপর্য্যপূর্ণ। তিনি প্রেসক্লাবের পরিকল্পনা ও কার্য্যক্রমকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
- Prev
- Next >>