আলবার্টা, কানাডা: বাংলাদেশ প্রেসক্লাবঅব সেন্টার আলবার্টা(BPCA) সঙ্গেসহযোগিতায় বাংলাদেশ হেরিটেজ মিউজিয়াম স্থানীয় শিল্পী ইশরাত জাহান এর "অস্তিত্বসাধনা" এক চিত্রপ্রদর্শনীর আয়োজন করেছে।সংগঠনটি এডমন্টনের বিভিন্ন স্থানে এ প্রদর্শনী সমপ্রসারনের সুযোগ দেখছে. যা পরবর্তী তিন মাস ধরে বিভিন্ন স্থানে প্রদর্শনেরপরিকল্পনা নেয়া হয়েছে..
২৫মার্চ, ১৯৮৭ বাংলাদেশের কুমিল্লায়, জন্মগ্রহণকারী ইশরাত সমাজবিজ্ঞান বিষয় নিয়ে উইনিপেগ বিশ্ববিদ্যালয় থেকে দ্বদশ এবংএ বছর McEwan বিশ্ববিদ্যালয়ের শিশু ও যুবযত্ন বিভাগ থেকে স্নাতক ডিগ্রী অর্জন করেছেন।
প্রদর্শনীতে ইশরাতের ৯টি চিত্রকর্ম স্থান পায়। বাংলাদেশ প্রেসক্লাবঅব সেন্টার আলবার্টা সভাপতি দেলোয়ার জাহিদ ১০ অক্টোবর এ প্রদর্শনীর উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হেরিটেজ অব আলবার্টার কর্মকর্তা মাসুদ ভুইয়া, আনামুর রহমান ও নুরুল হুদা। ভিপি বাংলাদেশ হেরিটেজ মিউজিয়াম আহসান উল্লাহ ও সাইফুর হাসান চিত্র প্রদর্শনীটি সম্প্রসারনের কাজ শুরু করছেন।
বাংলাদেশে জন্ম নেয়া কানাডিয়ান এ শিল্পী শিশু ওযুবযত্ন বিভাগ থেকে গত ৮ বছর নিষ্ঠার সাথে কাজ করছেন। বর্তমানে আল্টা কেয়ার রিসোর্সের একজন প্রকল্প কর্মকর্তা। ২০০২ সালে তিনি এক সঙ্গে তার বোন এলমার সঙ্গে ইউরোপের স্পেনে একটি যুক্ত প্রদর্শনীর আয়োজন করেন।
প্রদর্শিত চিত্রকর্মগুলো ২০১২ সালে ৪ঠা জানুয়ারী মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত পূর্বজ মাহিনুরের স্মৃতির প্রতি উৎসর্গিত। বৈচিত্র্য এডমন্টন এরসঙ্গে একটি সাক্ষাৎকারে, ইশরাত জাহান তার শিল্পকর্মের পিছনে প্রেরণার কথা বলেন:...আমি আনন্দ, নিরানন্দ, নিঃসঙ্গতা, রাগ, এবং ভালোবাসার অনুভূতি প্রকাশক রার ক্ষেত্রে আমার আঁকা ছবির সঙ্গে আমাদের তরুণ প্রজন্মকে সংযুক্ত করার চেষ্টা করছি....