ঢাকা, ৩ ফেব্রুয়ারি, ২০১৪ (বাসস) : মন্ত্রিসভার সদস্যদের প্রস্তাব সন্নিবেশিত করে উপ-আনুষ্ঠানিক শিক্ষা আইন-২০১৪-এর খসড়া পুনরায় দাখিল করতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা।
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আজ অনুষ্ঠিত মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এই খসড়া উন্থাপনের প্রেক্ষিতে মন্ত্রিসভা এ নির্দেশনা প্রদান করে।
গত বছরের মে মাসে মন্ত্রিসভা এই খসড়ার বিষয়ে নীতিগত অনুমোদন দেয়। চূড়ান্ত অনুমোদনের জন্য আজ তা মন্ত্রিসভার বৈঠকে পেশ করা হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে কেবিনেট সচিব মো. মোশাররফ হোসেন ভূইয়া বলেন, মন্ত্রিসভার পর্যালোচনা অনুযায়ী এই খসড়া পরিবর্তন করে তা পুনরায় পেশ করতে বলা হয়েছে।
কেবিনেট সচিব বলেন, সরকার প্রতিটি নাগরিকের শিক্ষার বিষয়ে অগ্রাধিকার প্রদান করছে- কারণ ঝড়ে যাওয়া ও অন্যান্য কারণে বিপুলসংখ্যক শিশু আনুষ্ঠানিক শিক্ষার বাইরে থেকে যাচ্ছে।
তিনি বলেন, ঝড়ে যাওয়ার কারণে যারা আনুষ্ঠানিক শিক্ষা থেকে বঞ্চিত হয় অথবা দেশের যেসব বয়স্ক লোক ১৪ বছর বয়সে আনুষ্ঠানিক শিক্ষা পায়নি সরকার তাদের উপ-আনুষ্ঠানিক শিক্ষা অধিদফতরের আওতায় শিক্ষিত করে তোলার কার্যক্রম হাতে নিয়েছে।
তিনি আরো বলেন, সরকার উপ-আনুষ্ঠানিক শিক্ষা বিষয়ে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে এবং এক্ষেত্রে ব্যাপক সাফল্যও রয়েছে কিন্তু বর্তমানে এ বিষয়ে কোন আইন নেই।
মোশাররফ হোসেন ভূইয়া বলেন, প্রস্তাবিত আইন অনুযায়ী অনানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য গঠিত হবে একটি উপ-আনুষ্ঠানিক শিক্ষা বোর্ড।
আজকের মন্ত্রিসভার বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয় গত বছরের ডিসেম্বরে ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত বিশ্ব বাণিজ্য সংস্থার ৯ম মন্ত্রী পর্যায়ের বৈঠকের বিষয়ে বাংলাদেশ প্রতিনিধিদলের অংশগ্রহণ নিয়ে একটি রিপোর্ট পেশ করেছে।