আগষ্ট ৪, ২০১৫: বাংলাদেশ হেরিটেজ এবং জাতিগত সোসাইটি অব আলবার্টা (BHESA) এর প্রতিনিধিত্বে নর্থ আমেরিকার অন্যতম বড় ফেস্টিভাল এডমন্টন হেরিটেজ ফেস্টিভালে (১-৩ আগষ্ট) উপচেপড়া মানুষের ভীড়ে উইলিয়াম হাওরিলেক পার্ক যেন পদভারে প্রকম্পিত হয়েছে. চার মিলিয়ন লোকের সমাগম হয়েছে বলে উদ্যোগক্তাদের ধারনা। বাংলাদেশ প্যাভেলিয়নে ছিলো চোখে পড়ার মতো লোকের ভীড়।
বাংলাদেশ হেরিটেজ সোসাইটি কমিউনিটির ১৯তম অংশগ্রহনের বছরে এবার প্রথম 'বাংলাদেশ হেরিটেজ' নামে একটি তথ্যবহুল ম্যাগাজিন ছাপা ও অনলাইনে প্রকাশ করে যা প্রবাসে দেশজ ঐতিহ্য ও সংস্কৃতি বিকাশে ব্যাপক উৎসাহের জন্ম দেয়। প্যাভিলিয়ন চেয়ার ও বেসা সভাপতি দেলোয়ার জাহিদ এর উদ্ভোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
- Prev
- Next >>