ঢাকা, ১৫ আগস্ট ২০১৫ (বাসস) : স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস সোনারগাঁওয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন এ উপলক্ষে দু’দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করে। সকালে বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পার্ঘ নিবেদনের মাধ্যমে দিনের সূচনা করা হয। এসময় নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ-সদস্য লিয়াকত হোসেন খোকা, সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ্-আল-কায়সার, উপজেলা নির্বাহী অফিসার আবু নাছের ভূঁঞা, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক রবীন্দ্র গোপসহ স্থানীয় রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক নেতৃবৃন্দ এতে অংশ নেন। পরে বঙ্গবন্ধু এবং ৭৫-এর অমর শহীদদের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বিকেলে শিশুদের জন্য ‘বঙ্গবন্ধুর গল্প’ আসরের আয়োজন করা হয়। সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক অনুষ্ঠানে শিশুদের কাছে বঙ্গবন্ধুর গল্প বলেন। তিনি শিশুদের প্রতি বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে সোনারগাঁ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী এবং শিশুদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি, পুরস্কার বিতরণ ও বঙ্গবন্ধুকে নিবেদিত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশ বেতার-টেলিভিশনের শিল্পী ওস্তাদ সোলাইমান, আইনাল হক বাউল ও তার দল।