রিয়া কারেন, আলবার্টা(কানাডা) থেকে| জুন ১৯, ২০১৬:গতকাল বাংলাদেশপ্রেসক্লাবে রকমারিদেশী খাবারদিয়েএক ইফতারমাহফিলের আয়োজন করা হয়। এডমন্টনে নানা শ্রেনী পেশার মানুষ এতে অংশ নেন।
এ আয়োজনে বাংলাদেশপ্রেসক্লাবের সভাপতি বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও লেখক-সাংবাদিক দেলোয়ার জাহিদ,সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এবং বিশ্বে শান্তির জন্য মাহে রমজানের ত্যাগে দীক্ষিত হবার আহ্বান জানান।
বাংলাদেশহেরিটেজ সোসাইটির সভাপতি মাসুদ ভুইয়া, মাহিনুরজাহিদমেমোরিয়ালফাউন্ডেশনের(এমজেএমএফ) বাংলাদেশস্পোর্টসক্লাবের সভাপতি আহসান উল্লাহ, বিশিষ্ট সমাজকর্মী কাউসার খন্দকার, মির্জা বশীরুল আলম, মু. রহমান, হায়দারজান চৌধুরী, তানভীর হাসান, রাশেদুল চৌধুরী ও মির্জা নাভিদ আলম সহ নারী সাংবাদিক শুভানুধ্যায়ীরাইফতারে উপস্থিত ছিলেন।
(ছবিতে:বাংলাদেশ প্রেসক্লাবেরইফতার আয়োজন)।