একুশে উদযাপন উপলক্ষে বাংলাদেশ প্রেসক্লাবকে আলবার্টা প্রদেশের প্রিমিয়ার জিম এর আগাম বার্তা
কানাডার আলবার্টা প্রদেশের প্রিমিয়ার মাননীয় জিম প্রেন্টিস গত ৮ই ডিসেম্বর বাংলাদেশ প্রেসক্লাব অব আলবার্টা (বিপিসিএ) এর সভাপতি, দেলোয়ার জাহিদ এর নিকট প্রেরিত এক বার্তায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের অগ্রগামী ঊদ্যোগকে স্বাগত জানিয়েছেন। আলবার্টা প্রদেশের সমৃদ্ধ নৃতাত্ত্বিক ইতিহাসকে উন্নীত করতে এ উদ্যোগ সাহায্য করবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন।
বিশ্ব পরিমন্ডলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ২০০০ সাল থেকে একুশে পালিত হয়ে আসছে । এদিনে বিশ্বের ৬ হাজার ৩১০টি ভাষাভাষির মানুষ নিজ নিজ ভাষার প্রতি সম্মান প্রদর্শন করবে. পালিত হবে এবারও একুশে, কিন্তু দেশে বিদেশে সামগ্রিক পরিস্থিতি ও পরিবর্তিত অবস্থার প্রেক্ষাপটে একে গুরুত্বপূর্ণ একটি কর্মসুচীতে রূপ দিতে কাজ করছে বাংলাদেশ প্রেসক্লাব অব আলবার্টা । প্রবাসে শুধু স্মৃতিকাতরতা নয় বরং দিবসটির ইতিহাস ও ঐতিয্যকে তুলে ধরতে বলিষ্ট উদ্যোগ নিয়েছেবাংলাদেশ প্রেসক্লাব অব আলবার্টা.
বিগত ২১শে ফেব্রোয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কানাডার এডমনটনে বাংলাদেশ হেরিটেজ সোসাইটি অব আলবার্টা, বাংলাদেশ কানাডা এসোসিয়েশন অব এডমন্টন, আলবার্টা বিশ্ববিদ্য্যালয়ের বাংলাদেশ ষ্টুডেন্টস এসোসিয়েশন ও অন্যন্য বাংলাদেশী সংগঠনগুলো নানাবিদ অনুষ্ঠানের আয়োজন করেছে। কানাডার সন্মানিত প্রধানমন্ত্রী স্টিফেন হারপার, পিসি, এমপি একুশ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ হেরিটেজ সোসাইটির কাছে একটি শুভেচ্ছা বার্তা ও পাঠিয়েছেন। এছাড়াও আলবার্টা প্রদেশের তৎকালীন প্রিমিয়ার এলিসন রেডফোর্ড কিউসি, স্পীকার জেনে জুঝডেস্কী, কালচারাল মিনিষ্টার হেদার ক্লিমচুক, সহযোগী মন্ত্রী নরেশ বারদওয়াজ, সোহেল কাদরী এম, এল, এ এবং ইউনিভার্সিটি অব ম্যাকুইনের প্রেসিডেন্ট ডেভিড ডব্লিউ এটকিনশন, সিটি মেয়র জন ইভেশন দিবসটির উপর গুরুত্বারূপ করে বার্তা পাঠিয়েছিলেন, অর্থাৎ কানাডার সরকার প্রধান থেকে শুরু করে মন্ত্রী, আইনপ্রণেতা, স্থানীয় নেতৃবৃন্দ পর্যন্ত প্রায় সকলকেইআন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মূলভাবের সাথে সম্পৃত্ত করা গেছে। এরই ধারাবাহিকতয় এবার বাংলাদেশ প্রেসক্লাব অব আলবার্টা অগ্রভাবে সুনির্দ্দিষ্ট কিছু কর্মসুচী নিয়ে কাজ করে যাচ্ছে.
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের উপর প্রেসক্লাব (বিপিসিএ) এর সভাপতি, দেলোয়ার জাহিদ সম্প্রতি একটি তথ্যমূলক ওয়েবসাইট উদ্ভোদন করেছেন- (http://motherlanguageday.ca/).