ঢাকা, ১৭ মার্চ ২০১৪ (বাসস) : জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, নারীর ক্ষমতায়ন ও উন্নয়নে বাংলাদেশ বিশ্বে এক অনন্য মাইল ফলক। নারী শিশুদের শিক্ষিত করা ছাড়া নারীর ক্ষমতায়ন সম্ভব নয়।
সুইজারল্যান্ডের জেনেভা সফররত বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার গতকাল জেনেভা ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে নারী সংসদ-সদস্যদের ১৯তম সভায় বক্তৃতায় এ কথা বলেন।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন বাংলাদেশে নারী শিক্ষা হার ত্বরান্বিত করতে স্কুল ও কলেজের নারী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও বিনামূল্যে পুস্তক বিতরণ করা হয়। নারী ক্ষমতায়ন বিষয়ে নারী শিশুদের সচেতনতা বৃদ্ধিকল্পে প্রতিবছর বাংলাদেশে ‘নারী শিশু দিবস’ পালন করা হয়ে থাকে।
তিনি বলেন, মাতৃ মৃত্যুহার রোধে বাংলাদেশ ইতিমধ্যে সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করেছে। যার পুরস্কারস্বরূপ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ মিলিনিয়াম পদক অর্জন করেছেন।
স্পীকার আরো বলেন, বাংলাদেশে শিশুদের সুরক্ষার জন্য আইনী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সকল শিশুর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ। প্রতিবন্ধী শিশুদের শিক্ষার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সরাসরি উপস্থিত থেকে শিশুরা যাতে সংসদীয় কার্যক্রম প্রত্যক্ষ করতে পারে সে লক্ষ্যে জাতীয় সংসদে শিশুদের জন্য আলাদা শিশু গ্যালারি স্থাপন করা হয়েছে।
নারী সংসদ-সদস্যদের সভায় মোঃ তাজুল ইসলাম চৌধুরী এমপি, সাবের হোসেন চৌধুরী এমপি, এ.বি.এম ফজলে করিম চৌধুরী এমপি, পঞ্চানন বিশ্বাস এমপি, মোঃ রুস্তম আলী ফরাজী এমপি, ফরহাদ হোসেন এমপি এবং নাজমুল হক প্রধান এমপি, জাতিসংঘ জেনেভায় নিযুক্ত বাংলাদেশের স্থায়ী রাষ্ট্রদূত এম এ হান্নান ও জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব প্রণব চক্রবর্তী উপস্থিত ছিলেন।
এর আগে স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী সুইজারল্যান্ডের জেনেভা সফররত বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী গতকাল আইপিইউ এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান ও লাও প্রজাতন্ত্রের জাতীয় সংসদের স্পীকার প্যানি ইয়াথোটো এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
তারা বাংলাদেশ ও লাওসের মধ্যে বিদ্যমান দ্বি-পাক্ষিক সম্পর্কের ব্যাপারে সন্তোষ প্রকাশ করে স্পীকার বলেন, কৃষি, শিল্প ও ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগসহ সামাজিক বিভিন্ন সুযোগ রয়েছে।