নিউইয়র্ক, ২০ জুন ২০১৪ (বাসস) : রাষ্ট্রপতি আবদুল হামিদ ভিন্নমতের প্রতি সহিষ্ণুতা প্রদর্শনের মাধ্যমে প্রবাসে শান্তিপূর্নভাবে বসবাসের জন্য দলমত নির্বিশেষে সকল প্রবাসী বাংলাদেশীর প্রতি আহ্বান জানিয়েছেন।
গতকাল (বৃহস্পতিবার) এখানে এক সংর্ধ্বনায় রাষ্ট্রপতি এ আহ্বান জানান। প্রবাসী বাংলাদেশী অধ্যুষিত জ্যাকসন হাইট’র কাছে গুলশান টেরেসেতে যুক্তরাষ্ট্রে কিশোগঞ্জ জেলা সমিতি রাষ্ট্রপতিকে এ সংর্ধ্বনা দেয়।
রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, গণতন্ত্রের অগ্রযাত্রার পূর্বশর্ত হচ্ছে পরমতের প্রতি সহিষ্ণুতা প্রদর্শন। তিনি বলেন, ‘দেশের অন্যান্য এলাকা থেকে কিশোরগঞ্জ জেলার রাজনৈতিক সংস্কৃতি আলাদা। এ কারণে এখানে কখনো রাজনৈতিক সহিংসতা হয়নি।’
রাষ্ট্রপতি বলেন, বিরোধীদলের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেই সবসময় তিনি কিশোরগঞ্জে জেলায় রাজনীতি করেছেন। কিশোরগঞ্জে সকল রাজনৈতিক দলের মধ্যে পারিবারিক সম্পর্ক বিদ্যমান।
রাষ্ট্রপতি তাঁকে সংর্ধ্বনা দেয়ার জন্য যুক্তরাষ্ট্রে কিশোরগঞ্জ জেলা সমিতিকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘প্রধানত কিশোরগঞ্জবাসীর অবদানের কারণেই আমি রাষ্ট্রপতি হয়েছি।’
তিনি বলেন, ‘আমি রাষ্ট্রপতি হওয়ার পর কিশোরগঞ্জের সকল দলের লোকদের খুশী হতে দেখেছি। এটি আমার জন্য একটি বিরাট অর্জন।’
রাষ্ট্রপতি কিশোরগঞ্জ জেলা থেকে আগত প্রবাসী বাংলাদেশীদের দোয়া চান, যাতে রাষ্ট্রপতি হিসেবে তাঁর ওপর অর্পিত দায়িত্ব তিনি মর্যাদার সঙ্গে ও যথাযথভাবে পালন করতে পারেন।
সংসদীয় গণতন্ত্রে রাষ্ট্রপতির ক্ষমতা সীমিত উল্লেখ করে রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, এর পরেও তিনি সর্বদা কিশোরগঞ্জ জেলার উন্নয়নের জন্য চেষ্টা করে যাচ্ছেন। তিনি বলেন, জেলার দুর্গম হাওর এলাকা আগের মতো আর পিছিয়ে নেই। এখন এ এলাকার দ্রুত উন্নয়ন হচ্ছে।
অনুষ্ঠানে সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার এম শফিক খান, সাবেক সভাপতি ফজলুল হক, সাধারণ সম্পাদক শহিদুল করিম খান, উপদেষ্টা বাবু দাজন সরকার, মফিজুর রহমান, আওয়াল সিদ্দিকী, ওসমান গনি ও সাংগঠনিক সম্পাদক শফিক খান বক্তব্য রাখেন।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।