গত ২৪ অক্টোবর(শুক্রবার) রাতে কানাডার আলবার্টা প্রদেশের প্লিজেন্টভিউ কমিউনিটি হলে বাংলাদেশ হেরিটেজ এন্ড এথনিক সোসাইটি অব আলবার্টার বর্ণাঢ্য উৎসব ও আনন্দ মুখর এক পরিবেশে ঈদ পূর্ণ মিলনী-২০১৪ অনুষ্ঠিত হয় ।প্রবাসে ঈদ আমেজকে নতুন আঙ্গিকে এ প্রজন্মের তরুনদের কাছে উপস্থাপন করে বাংলাদেশ হেরিটেজ এন্ড এথনিক সোসাইটি নাচ, গান, কৌতুক, ফ্যাশন শো এবং রকমারী খাবার পরিবেশনের মাধ্যমে।
অনুষ্ঠানের প্রারম্ভে উপস্থিত নারী, পুরুষ ও শিশু কিশোর এবং বিদেশী অতিথি সহ সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানান সংগঠনের ভিপি তমাল ইসলাম। অনুষ্ঠানের উদ্ভোধনী ভাষনে বিশিষ্ট সাংবাদিক ও মুক্তিযোদ্ধা, বাংলাদেশ হেরিটেজ এন্ড এথনিক সোসাইটি অব আলবার্টার সভাপতি দেলোয়ার জাহিদ বলেন, প্রবাসে ঈদের আনন্দ ধর্মমত নির্বিশেষে সকলের, হেরিটেজ এন্ড এথনিক সোসাইটির সুদূর প্রসারী কার্য্যক্রম দ্বারা এবছরউল্লেখযোগ্য কিছু নজির স্থাপন করা হয়েছে।আগামীতে তরুন প্রজন্মকে এ সংগঠনের হাল ধরার অনুরোধ জানান তিনি।প্রবাসে প্রতিটি সংগঠনে গণতান্ত্রিক ধারার চর্চা, নতুন ও গতিশীল নেতৃত্ব সৃষ্টির মাধ্যমে এ প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাবার আহ্বান জানান সংগঠনের সভাপতি।
- Prev
- Next >>