সংসদ ভবন, ২৬ ফেব্রুয়ারি, ২০১৪ (বাসস) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গত পাঁচ বছরে মোট ৮২ লাখ ৬০ হাজার লোকের নতুন কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে।
আগামী ২০১৪-১৫ অর্থবছরে ১ কোটি ৪ লাখ লোকের নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষমাত্রা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘এটি চাকিরর বাজারে নবাগত প্রায় ৯২ লাখের সবাইকে আত্মীভূত করার জন্য যথেষ্ট সহায়ক হবে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সংসদে তার জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের বজলুল হক হারুনের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, সুনির্দিষ্ট কার্যক্রম ছাড়াও বেকারত্ব সমস্যা সমাধানে ৬ষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনায় আন্তঃখাত শ্রমিক স্থানান্তরের প্রক্ষেপন করা হয়েছে। এ ক্ষেত্রে অকৃষি খাতে নতুন কর্মসংস্থান তৈরি হচ্ছে এবং কৃষি খাত থেকে উদ্বৃদ্ধ শ্রমশক্তি অন্যান্য উৎপাদনশীল খাতে স্থানান্তরের মাধ্যমে শ্রমশক্তির নতুন ভারসাম্য সৃষ্টি হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী।
সংসদ নেতা বলেন, অর্থনৈতিক হিসাব থেকে দেখা যায় যে, বর্তমানে দেশে প্রতি শতাংশ প্রবৃদ্ধি অর্জনের মাধ্যমে প্রায় ২ লাখ ৫০ হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়। এ হিসাবে গত চার অর্থবছরে (২০০৯-১০ অর্থবছর থেকে ২০১২-১৩) দেশে প্রায় ৬২ লাখ ৬০ হাজার নতুন অভ্যন্তরীণ কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। এছাড়াও বর্তমান সরকারের সমন্বিত প্রয়াসের ফলে উল্লেখিত সময়ে ২০ লাখ শ্রমিক বিদেশে গমন করতে পেরেছেন।