ঢাকা, ২৩ ফেব্রুয়ারি, ২০১৪ (বাসস) : যথাযথ মর্যাদার মধ্যে দিয়ে আজ শনিবার ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসে ৬২তম মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়।
এ উপলক্ষে এক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বাংলাদেশ দূতাসের বঙ্গবন্ধু অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। বাংলাদেশসহ ১৩টি দেশ তাদের স্ব-স্ব দেশের সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে এই মহান ভাষা দিবসটি বিপুল সংখ্যক দেশী-বিদেশী দর্শকদের উপস্থিতিতে উৎসাহ-উদ্দীপনার মাধ্যমে পালন করা হয়।
যুক্তরাষ্টে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদের তার স্বাগত ভাষণে মহান ২১শে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও তাদের আত্ম-ত্যাগের কথা উল্লেখ করে বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এখন বিশ্ব সম্প্রদায়ের জন্য ভাষা উৎসবে পরিণত হয়েছে।
ইউনেস্কো ১৯৯৯ সালে একুশে ফেব্র“য়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করেন এবং এই বাংলা ভাষাকে জাতিসংঘে অফিশিয়াল ভাষা হিসেবে গ্রহণ করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগের প্রশংসা করে রাষ্ট্রদূত আকরামুল কাদের বলেন, বিশ্বের ২৫০ মিলিয়ন বাংলা ভাষী জনগণ কথা বলেন। তাই আজ এই বাংলা ভাষা বিশ্ব দরবারে সমাদৃত।
মিজ প্রাখারা হার্টলার তার মূল বক্তব্যে বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা পালন হলো শক্তিশালী ও উৎসাহ-উদ্দীপনার এক অভিন্ন ঐক্যের প্রতিফলন। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশের আঞ্চলিক ভাষা এবং সংস্কৃতিক বিলীন হয়ে যাচ্ছে। তাই তিনি বিশ্বের সকলকে জাতিকে সম্প্রতির মাধ্যমে বিভিন্ন সংস্কৃতি রক্ষা করার জন্য এক সাথে কাজ করার আহবান জানান।
আলোচনা শেষে আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশ, এস্টোনীয়া, প্যারাগুয়ে, চীন, ভারত, আফগানিস্তান, শ্রীলংকা, জাপান, রাশিয়া, সাউথ কোরিয়া, উগান্ডা এবং ফিজির শিল্পীরা অংশগ্রহণ করেন। তাছাড়াও ভয়েস অব আমেরিকা বাংলা বিভাগের শতরূপা বড়–য়া এতিহ্যবাহী নৃত্য পরিবেশন করেন এবং বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যরাও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
ওয়াশিংটনস্থ কূটনৈতিক মিশনের সদস্যবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের প্রতিনিধি ও বিভিন্ন ভাষাভাষী বিপুলসংখ্যক বিদেশী অতিথি এবং প্রবাসীরা দূতাবাস আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানটি উপভোগ করেন। অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিদের ঐতিহ্যবাহী বাংলাদেশী খাবারে আপ্যায়িত করা হয়।
ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস থেকে আজ এখানে প্রাপ্ত এক বার্তায় আজ একথা বলা হয়।