গুলশানের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী আলহাজ্বমৌলানা আলী আহমেদ (৫৮) ঢাকার এপোলো হাসপাতালে গতরাাত ৩ঃ৩০ মিনিটে ইহলোক ত্যাগ করেছেন (ইন্নালিল্লাহে...রাজিউন)।
যিনি প্রবাসী সাংবাদিক, সমাজকন্ঠ সম্পাদক ও বাংলাদেশ প্রেসক্লাাব অব আলবার্টার সভাপতি দেলোয়ার জাহিদের বেয়াই এবং প্রবাসী রায়হানা রাসমীনের পিতা, মরহুম আলী আহমেদ চাদপুর জেলাধীন চরপুরামুখীর গন্ডামারায় মসজিদ, মাদ্রাসা ও এতিমখানার অন্যতম প্রতিষ্ঠাতা, এ ছাড়াও তিনি গুলশান ১নং মসজিদের সভাপতি ছিলেন।
মৃত্যকালে ৩ কন্যা এক পুত্রসন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।