ঢাকা, ৩০ সেপ্টেম্বর , ২০১৪ (বাসস) : সকালে ষষ্ঠাদি কল্পারম্ভ এবং সন্ধ্যায় বোধন আমন্ত্রণ ও অধিবাস এবং ষষ্ঠী পুজার মধ্যদিয়ে পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গা উৎসব আজ শুরু হয়েছে। বিকাল ৪টায় অনুষ্ঠিত হয়েছে ষষ্ঠী পুজা। আগামী কাল মহাসপ্তমী।
সকাল থেকেই চন্ডিপাঠে মুখরিত ছিল রাজধানী ঢাকাসহ দেশের সব মন্ডপ। ঢাকের বাদ্য আর আর শংখের ধ্বনীতে ভিন্ন মাত্রার যোগ হয় । সকালে ভক্তদের উপস্থিতি কম দেখা গেলেও বিকালে পুজা অনুষ্ঠানের সময়ে ভিড় বাড়তে থাকে। সন্ধায় বিভিন্ন মন্ডপে আলোক সজ্জায় সাজানো হয়। রামকৃষ্ণ মিশনে এ উপলক্ষে সারাদিন পুজাঅর্চনা , ভজনসংগীত এবং রাতে আরাত্রিক অনুষ্ঠিত হয়। আগামীকাল সপ্তমী পুজা অনুষ্ঠিত হবে সকাল ৭টা ৪০ মিনিটে। সপ্তমীতিথি দিবা ১০/৪৯/৩ পর্যন্ত। এসময় শারদীয় দুর্গাদেবির নবপত্রিকা প্রবেশ, সপ্তম্যদি কল্পারম্ভ ও সপ্তমীবিহিত পুজাপ্রশস্তা। রাত্রী ১১টা ৩০ থেকে ১২টা ২১ মিনিটের মধ্যে দেবী দূর্গার অর্ধরাত্রী পুজা অনুষ্ঠিত হবে। এ বছর সারা দেশে ২৮ হাজার ৪শ ৫৮ টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে । গত বছর এ সংখ্যা ছিল ২৭ হাজার ৮শ ৫৮ । রাজধানী ঢাকায় মন্ডপের সংখ্যা ২শ ২১টি। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে জগতের মঙ্গল কামনায় দেবী দুর্গা এবার নৌকায় চড়ে কৈলাশ থেকে মর্ত্যালোকে (পৃথিবী) এসেছেন। এতে বসুন্ধরা সুজলা সুফলা ও শস্যপূর্ণা এবং জল বৃদ্ধি পাবে। অন্যদিকে কৈলাশে (স্বর্গে) বিদায় নেবেন ঘোটকে চড়ে। যার ফলে জগতে রোগ শোক হানাহানি-মারামারি বাড়বে। তবে অন্য একটি মতে দেবী দোলায় গমন করবেন। এবার নবমী এবং দশমী একই দিনে পরায় অনেকে শুক্রবার দেবীর বিসর্জন দেবেন। দোলায় গমনে মড়ক ব্যাধি বাড়বে। পূরাণ মতে, রাজা সুরথ প্রথম দেবী দুর্গার আরাধনা শুরু করেন। বসন্তে এ পূজার আয়োজন করায় এ পূজাকে বাসন্তী পূজা বলা হয়। রাবণের হাত থেকে সীতাকে উদ্ধারে যাত্রার আগে শ্রীরাম চন্দ্র দুর্গাপূজার আয়োজন করেছিলেন শরৎকালের অমাবশ্যা তিথিতে। এ জন্যই দেবীর শরৎকালের এ পূজাকে অকাল বোধনও বলা হয়। দুর্গাপূজা উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারাদেশের প্রতিটি পূজামন্ডপের নিরাপত্তা রক্ষায় পুলিশ, আনসার, র্যাবসহ অন্যান্য আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। পুলিশ ও র্যাবের পাশাপাশি প্রায় প্রতিটি মন্ডপে স্বেচ্ছাসেবক বাহিনী দায়িত্ব পালন করবে। ঢাকেশ্বরী মন্দির মেলাঙ্গনে মহানগর সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। |
|
photo source: Wikipedia