জগলুল আহমেদ চৌধুরীর সড়ক দুর্ঘটনায় মৃত্যুতে (ইন্নালিল্লাহি… রাজিউন) কানাডা থেকে গভীর শোক ও পরিবারকে আন্তরিক সমবেদনা প্রকাশ করেছেন তার বিশিষ্ট সহকর্মী, ও বন্ধু বাংলাদেশ প্রেসক্লাব অব আলবার্টা এর সভাপতি দেলোয়ার জাহিদ।।
সংবাদ সূতে প্রকাশ, শনিবার (২৯ নভেম্বর) রাত ৮টায় কারওয়ান বাজার এলাকায় বাস থেকে নামার সময় বাসের ধাক্কায় ঘটনাস্থলে মারা যান তিনি।
জগলুল আহমেদ চৌধুরীর অকাল মৃত্যুতে কানাডার বাংলাদেশ প্রেসক্লাব অব আলবার্টার সকল সদস্য গভীরভাবে মর্মাহত। সাংবাদিক জগলুল আহমেদ চৌধুরী ছিলেন প্রেসক্লাব অব আলবার্টা এর সভাপতি দেলোয়ার জাহিদের একজন সুহৃদ ও ভাল বন্ধু।
একজন সৎ, নির্মোহ এবং বস্তুনিষ্ট সাংবাদিকের অকাল মৃত্যতে জাতি যোগ্য নিষ্ঠাবান ও ত্যাগী কলম সৈনিককে হারালো। তার অভাব অপূরনীয়।