সোমবার, ১৫ জুন ২০১৫ঃ এডমন্টন : শিশু-কিশোরদের আনন্দ কোলহল, ঘুড়ি ওড়ানো, ও কচিকাচা ছোট বন্ধুদের ছুটে বেড়ানোর মধ্য দিয়ে মেতে উঠে এডমন্টন করনেশান পার্ক। গত ১৪ জুন বাংলাদেশ হেরিটেজ এন্ড এথনিক সোসাইটি অব আলবার্টা (বেসা) যুব উৎসব ও ফ্যামেলি ডে উপলক্ষে রকমারি খাবার ও খেলাধুলার আয়োজন করে।
বৈরী আবহাওয়ার কারনে কিছুটা বিলম্ভে অনুষ্ঠান শুরু হয় এবং অনুষ্ঠানমালায় পরিবর্তন আনা হয়।
বাংলাদেশ হেরিটেজ এন্ড এথনিক সোসাইটি অব আলবার্টার সভাপতি দেলোয়ার জাহিদ, উপদেষ্ঠা ড০ হাফিজুর রহমান, পৃষ্ঠপোষক বিশিষ্ট ব্যবসায়ী মজিবুর রহমান, ড০ মুসফিকুর রহমান, সাবেক সভাপতি তাজুল আলী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ নারী পুরুষ, শিশু কিশোর, যুবক-যুবতিগণ এতে উপস্থিত ছিলেন।
ভিপি জুলফিকার আহমেদ (তায়িফ), সেক্রেটারী মাসুদ ভুইয়া, সাবেক সেক্রেটারী আহসান উল্লাহ, যুগ্ম সেক্রেটারী আনামূর রহমান মিয়া, কাউসার খন্দকার, হায়দার জান চৌধুরী, রবিন, রাজীব চৌধুরী, মির্জা বাশির, রকি, সাব্রি প্রমুখ সহ কিশোর নাবিদ মির্জা ও আহনাফ রহমানদের নিয়ে গঠিত দুটি টিমে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। দুটি দলের নেতূত্ব দেয় আহসান উল্লাহ রনি ও তানভীর হাসান।
খেলা পরিচালনা করেন ড০ মুসফিকুর রহমান। সমসংখ্যক (১-১) গোলে খেলা শেষ হয়।
মহিলারা রং-বেরং এর পোষাক পড়ে যুব উৎসবে অংশ নেন।