কানাডার এডমন্টন সিটির জিওভানী কাবোটো পার্ক মাঠে ৬ আগস্ট বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশিদের অংশগ্রহণে এক ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। মাহিনুর জাহিদ মেমোরিয়াল ফাউন্ডেশন (এমজেএমএফ) আয়োজিত এই টুর্নামেন্টে বাংলাদেশ প্রেসক্লাব সেন্টার অব আলবার্টা ও এমজেএমএফ দলগতভাবে অংশ নেয়। টান টান উত্তেজনাপূর্ণ এ ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশ প্রেসক্লাব বিজয়ী হয়। প্রেসক্লাব প্রথমে ব্যাট করে ১৬ ওভারে ১৪০ রান করে। জবাবে এমজেএমএফ ১৫ ওভারে ১১৬ রান করে। বিজয়ী বাংলাদেশ প্রেসক্লাব চ্যাম্পিয়নশিপ ট্রফি ও এমজেএমএফ রানার আপ ট্রফি পায়। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয় বাংলাদেশ প্রেসক্লাবের রাকিবুল হাসান আদনান। প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি দেলোয়ার জাহিদ। তিনি প্রতিযোগিতা শেষে বিজয়ী ও রানার আপ দলের হাতে ট্রফিও তুলে দেন।
- Prev
- Next >>