ঈদ আনন্দে কিছুটা হলেও ভাটা পড়ে কর্মদিবসে ঈদ হওয়ায় এবং ছুটি না থাকায় । কমিউনিটির কিছু পরিবার ঈদোত্তর ছুটির দিনে ৯ জুলাই রং বেরং এর বাহারি পোশাক পড়ে বিভিন্ন বাসায় ও পার্কে মিলিত হন ঈদ পূনর্মিলনীর সুচনা এভাবে । ব্যাপক প্রস্তুতি নিয়ে এগুচ্ছে কমিউনিটি সংগঠনগুলো।
বাংলাদেশ প্রেসক্লাব এর সভাপতি, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, কানাডা ইউনিট কমান্ডের অন্যতম নির্বাহী ও বাংলাদেশ হেরিটেজ সোসাইটির সাবেক সভাপতি দেলোয়ার জাহিদ এর আহবানে শিশু কিশোর ও কিছু পরিবার মিলিত হন সিটির বোর্ডেন পার্কে। শিশুকিশোরদের খেলাধুলা ও অপ্যায়নের পাশাপাশি একটি ফেন্ডলি ফুটবল টুর্ণাম্যান্ট অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন কাউসার খন্দকার, হায়দারজান চৌধুরী, জাহিদ, আহসান, সাইফ, তানভীর, সাইফুর, সোহা, এলমা, ইসরাত প্রমুখ।
প্রবাসী এ প্রজন্মের শিশু কিশোরদের খেলাধুলা, ঈদ আনন্দে ভিন্নতা আনে. এরমধ্যে বাঙ্গালী মহিলারা শাড়ি ও রং বেরং এর পোষাক পরায় দৃষ্টি কেড়ে নেয় কানাডিয়ানদের।
- << Prev
- Next