এডমোনটন, কানাডা, ২১শে ফেব্রোয়ারীঃ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কানাডার এডমনটনে বাংলাদেশ হেরিটেজ এন্ডএথনিকসোসাইটি অব আলবার্টানানা অনুষ্ঠানের আয়োজন করে । সকালে ইউনিভার্সিটি অব ম্যাকুইনে স্থাপিত শহীদ মিনারে পুস্পার্ঘ অর্পন করে দিনের কর্মসূচির সুচনা করেন বিশিষ্ট সাংবাদিক, লেখক ও মানবাধিকার সংগঠক, এবং সেন্ট পলস কলেজ, ইউনিভার্সিটি অব ম্যানিটোবা’র গবেষনা ফেলো দেলোয়ার জাহিদ।