ঢাকা, ৪ জানুয়ারি, ২০১৪ (বাসস) : গত ১৬ ডিসেম্বর বাংলাদেশের ২৭ হাজার ১১৭ জন মানুষের সৃষ্ট মানব পতাকাকে বিশ্বের বৃহত্তম জাতীয় পতাকা হিসেবে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ স্বীকৃতি দেয়ায় রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশবাসী ও এর আয়োজকদের অভিনন্দন জানিয়েছেন।
আজ এক বার্তায় রাষ্ট্রপতি বলেন, এ সাফল্য গোটা জাতিকে অনুপ্রাণিত করবে। এ রেকর্ড ইতোমধ্যে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডের ওয়েবসাইটে আনুষ্ঠানিকভাবে পোস্ট করা হয়েছে (http:www.guinnessworldrecords.com/ world-records/2000/largest-human-national-flag).
বেসরকারি মোবাইল কোম্পানী রবি এজিয়েটা লিমিটেড বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় বাংলাদেশের জন্য এ গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড সৃষ্টি করে।