সিলেট, ১৫ আগস্ট ২০১৫ (বাসস) : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়ন ও তাঁর স্বপ্নের সোনার বাংলা গড়ার মাধ্যমেই আমরা তাঁর প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা ও সন্মান জানাতে পারি।
মন্ত্রী আজ দুপুরে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর রিকাবী বাজারস্থ কবি নজরুল মিলনায়তনে শোকদিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভার প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
অর্থমন্ত্রী বাংলাদেশের ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধুর বর্ণাঢ্য কর্মময় জীবনের বিভিন্ন টুকরো স্মৃতি আলোচনায় তুলে আনেন।
তিনি বলেন, বঙ্গবন্ধু সারাজীবন একটি ক্ষুধা, দারিদ্র মুক্ত অসাম্প্রদায়িক সোনার বাংলার স্বপ্ন দেখে গেছেন। তিনি ছিলেন বাংলার মানুষের বন্ধু ও অত্যন্ত আপনজন। তাই সারাটি জীবন নিজেকে মানুষের কল্যাণে নিবেদিত রেখেছিলেন।
তিনি বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক চেতনাকে সর্বত্র ছড়িয়ে দেয়ার জন্য ও সকলের প্রতি আহ্বান জানান।
জেলা প্রশাসক জয়নাল আবেদীনের সভাপতিত্বে শোক সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য মাহমুদ-উস সামাদ চৌধুরী কয়েস, আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী প্রমুখ।
সকাল দশটায় জেলা প্রশাসন ও আওয়ামী লীগের উদ্যোগে নগরীতে শোক র্যালি বের হয়। র্যালিতে প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, জেলা ও মহানগর আওয়ামী লীগসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করেন।
জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে র্যালিটি নগরীরর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে শেষ হয়।
র্যালি শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
এদিন, জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে নগরীর বেশ কয়েকটি স্থানে আলোচনা সভা, মিলাদ মাহফিল, বিনামূল্যে চক্ষুশিবিরসহ বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।