জেলা প্রশাসক জয়নাল আবেদীনের সভাপতিত্বে শোক সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য মাহমুদ-উস সামাদ চৌধুরী কয়েস, আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী প্রমুখ।
সকাল দশটায় জেলা প্রশাসন ও আওয়ামী লীগের উদ্যোগে নগরীতে শোক র্যালি বের হয়। র্যালিতে প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, জেলা ও মহানগর আওয়ামী লীগসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করেন।
জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে র্যালিটি নগরীরর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে শেষ হয়।
র্যালি শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
এদিন, জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে নগরীর বেশ কয়েকটি স্থানে আলোচনা সভা, মিলাদ মাহফিল, বিনামূল্যে চক্ষুশিবিরসহ বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।
- << Prev
- Next