বিজ্ঞাপন চিত্র নির্মাতা এবং বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম সদস্য শাহ ফজলে রাব্বির ক্যান্সার আক্রান্ত মা শাহান আরা বেগম -এর চিকিৎসার অর্থ সংগ্রহের জন্য জাতীয় জাদুঘর মিলনায়তনে তিন দিনব্যাপি এ চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এ উৎসবের উদ্বোধন করেন। সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি চলচ্চিত্র নির্মাতা নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম, ভারতের চলচ্চিত্র নির্মাতা গৌতম ঘোষ ও বুদ্ধদেব দাস গুপ্ত , বাংলাদেশ চলচ্চিত্র প্রকাশক সমিতির সভাপতি সাইফুল ইসলাম, ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পরিচালক আহমেদ মুজতবা জামান এবং শাহ ফজলে রাবিব। উৎসবের উদ্বোধনকালে হাসানুল হক ইনু মায়ের চিকিৎসার জন্য দুই বাংলার চলচ্চিত্রকারদের সম্মিলিত আয়োজনে সবাইকে অংশীদার হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, শাহ ফজলে রাব্বি মায়ের চিকিৎসার জন্য একা যুদ্ধ করে চলেছেন। সেই যুদ্ধে সরকারের পক্ষ থেকে আমরা যতটা সম্ভব সহায়তার চেষ্টা করবো। নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু বলেন, বিশ্বায়নের যুগে যখন পারিবারিক সম্পর্কগুলো ভেঙে যাচ্ছে, মায়ের স্থান হচ্ছে বৃদ্ধাশ্রমে তখন মায়ের চিকিৎসার জন্য ফজলে রাব্বির এই উদ্যোগ অনুকরণীয়। মাকে বাঁচিয়ে রাখার এই অন্তহীন যুদ্ধে আমরাও আছি। তিনি এই যুদ্ধে শরিক হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান। শাহ ফজলে রাব্বি বলেন, আমার মা শাহান আরা বেগম স্তন ক্যান্সারে আক্রান্ত হয়ে নয়া দিল্লীর রাজীব গান্ধী ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আমি তার একমাত্র সন্তান এবং পরিবারের একমাত্র উপর্জনক্ষম ব্যক্তি। গত বছরের আগস্ট থেকে এ পর্যন্ত মায়ের চিকিৎসার জন্য ৪০ লাখ টাকা ব্যয় হয়েছে। ইতিমধ্যেই ৮০ শতাংশ চিকিৎসা সম্পন্ন হয়েছে। পূর্ণ চিকিৎসা সম্পন্ন করতে আরো ২০ লাখ টাকা প্রয়োজন। আমার পরিবারের সে সামর্থ নেই। চলচ্চিত্র নির্মাতা ও সহায়ক প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে রাব্বি বলেন, আপনাদের সবার সহায়তা পেলে আমি আমার মাকে সুস্থ করে তুলতে পারবো। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমার মা সুস্থ হয়ে উঠবে বলে আমার বিশ্বাস। এই চলচ্চিত্র উৎসবে দুই বাংলার নির্বাচিত ৯ টি চলচ্চিত্র প্রদর্শন করা হবে। এর মধ্যে বাংলাদেশের মোরশেদুল ইসলাম পরিচালিত ‘আমার বন্ধু রাশেদ’, নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু পরিচালিত ‘গেরিলা’, মোস্তফা সারোয়ার ফারুকীর ‘টেলিভিশন’, ভারতের প্রখ্যাত চলচ্চিত্রকার বুদ্ধদেব দাসগুপ্ত’র লাল দরজা, গৌতম ঘোষের ‘মনের মানুষ’ এবং ‘শূণ্য অংক’, এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে সাম্প্রতিক সময়ে নির্মিত মৃত্যুঞ্জয় দেভরাত পরিচালিত ‘যুদ্ধ শিশু’ ইত্যাদি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার চলচ্চিত্র রূপও দেখানো হবে এ প্রদর্শনীতে। বুদ্ধদেব দাসগুপ্ত এ চলচ্চিত্র রূপ দিয়েছেন। প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত উৎসব চলবে। ঢাকা বিশ্ববিদ্যালয়, বসুন্ধরা শপিং সেন্টার, জাহাঙ্গিরনগর বিশ্ববিদ্যালয়, চারুকলা ইন্সটিটিউট, ইডেন কলেজ, ঢাকা কলেজ, যমুনা ফিউচার পার্ক -এর নির্ধারিত বুথে এই প্রদর্শনীর টিকিট পাওয়া যাবে। এর শুভেচ্ছা মূল্য ১০০ টাকা থেকে ৫০০ টাকা পর্যন্ত। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় যাদুঘরের সহায়তায় এ উৎসবের আয়োজন করা হয়। দৈনিক কালের কন্ঠ এবং সময় টেলিভিশন এ আয়োজনের মিডিয়া পার্টনার। |
|