উন্নত বিশ্বের কাছে নিজেদের মাথা উচুঁ করে দাঁড়ানোর জন্যই আমাদের শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনতে হবে উল্লেখ করে তিনি বলেন, প্রচলিত ও গতানুগতির শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের জন্য শিক্ষা সংক্রান্ত একটি অগ্রবর্তী বাহিনী গড়ে তুলতে হবে। আর নতুন প্রজন্মের শিক্ষার্থীরাই হবে সেই অগ্রবর্তী বাহিনী। যারা বাংলাদেশকে মানসম্মত শিক্ষার আলোকে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে শেখাবে। নূরুল ইসলাম নাহিদ আজ রোববার রাজধানীর এজিবি কলোনী সংলগ্ন মতিঝিল মডেল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। চলতি সালের এসএসসি পরীক্ষায় এই স্কুল থেকে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা এবং ক্রিয়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষামন্ত্রী বলেন, ‘অনেক প্রতিবন্ধকতার মধ্যদিয়ে আমাদের এগুতে হচ্ছে। তারপর বলবো আমরা শিক্ষার প্রসার ও মান উন্নয়নের দিক থেকে অনেক এগিয়েছি।’ তিনি মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়া এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত রূপকল্প-২০২১’ বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান। নূরুল ইসলাম নাহিদ নতুন প্রজন্মের শিক্ষার্থীদের উদ্যোশ্যে বলেন, ‘তোমাদের শুধু শিক্ষিত হলেই চলবে না। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে একজন প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।’ ছাত্র-ছাত্রীদের শিক্ষার পাশাপাশি সংস্কৃতিক মনোস্ক এবং খেলাধুলার মাধ্যমে শারিরীক বিকাশের প্রয়োজনীয়তার ওপরও তিনি জোর গুরুত্ব প্রদান করেন। শিক্ষামন্ত্রী বলেন, আমরা অর্থনৈতিকভাবে দরিদ্র হতে পারি কিন্তু মেধার দিক থেকে আমরা দৈন্য নই।’ মতিঝিল মডেল স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি ও মো. আওলাদ হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তাসলিমা বেগম ঢাকা জেলার শিক্ষা অফিসার হারুনুর রশিদ ও শিক্ষা প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিনা শামসী বক্তৃতা করেন। শিক্ষামন্ত্রী শিক্ষা ক্ষেত্রে গত ৫ বছরের সার্বিক সাফল্যের কথা তুলে ধরে বলেন, বর্তমানে দেশে বিভিন্ন স্তরে প্রায় সাড়ে ৪ কোটি শিক্ষার্থী রয়েছে। ইতোমধ্যেই সাড়ে ২৩ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করা হয়েছে। মতিঝিল মডেল স্কুল এন্ড কলেজের দাবি-দাওয়া সম্পর্কে বলেন, তার পক্ষে যতটুকু করা সম্ভব তা তিনি করবেন। ঢাকা বোর্ডের চেয়ারম্যান বলেন, প্রতিটি শিক্ষার্থীকে নৈতিক মূল্যবোধ সম্পন্ন আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষক-অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে কাজ করতে হবে। চলতি সালের এসএসসি পরীক্ষায় ফলাফলের দিক থেকে মতিঝিল মডেল স্কুল সারাদেশের মধ্যে ৫ম স্থান অধিকার করেছে। এ পরীক্ষায় এ স্কুল থেকে এবছর ১১৩০ ‘এ’-প্লাস পেয়েছেন বলে স্কুলের সিনিয়র শিক্ষক একেএম আসাদুজ্জামান জানান। |