৪ঠা জুলাই বাংলাদেশে দ্বন্দ্ব ব্যবস্থাপনা দিবস পালনের উদ্যোগ
২০১৪ সালে, দ্বন্দ্ব ব্যবস্থাপনার উপযোগীতার বিষয়ে ব্যাপক জনসচেতনতা তৈরীর জন্য বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও তৃণমূলস্তরে মানবাধিকার সংগঠক দেলোয়ার জাহিদ, সভাপতি, বাংলাদেশ প্রেসক্লাব সেন্টার অব আলবার্টা (BPCA) , বাংলাদেশ হেরিটেজ ও জাতিগত সোসাইটি আলবার্টা (BHESA) ও কানাডার মাহিনূর জাহিদ মেমোরিয়াল ফাউন্ডেশন (MJMF) প্রধান উপদেষ্টা প্রত্যেক বছরের ৪ঠা জুলাই "দ্বন্দ্ব ব্যবস্থাপনা দিবস " পালন করার জন্য সকলের প্রতি আকুতি জানিয়েছেন।
১৯৭১ এর এ দিনটি স্বাধীনতা যুদ্ধের অমর শহীদ নূরু-আতিকের ভৈরববাজারে জীবন উৎসর্গ করার দিন। বঙ্গবন্ধু শেখ মুজিব ও মরহুম রাষ্ট্রপতি জিল্লুর রহমান ব্যক্তিগত ভাবে তাদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা ও সন্মাণ জানিয়ে ছিলেন। ১৯৭১ এর এ দিনটি সন্মরণে দ্বন্দ্ব ব্যবস্থাপনা দিবস হিসেবে ৪ঠা জুলাইকে পালন করার উদ্যোগ নেয়া হয়েছে।
বাংলাদেশ প্রেসক্লাব সেন্টার অব আলবার্টা (BPCA), মাহিনুর জাহিদ মেমোরিয়াল ফাউন্ডেশন (MJMF) অব আলবার্টা বাংলাদেশ সরকারকে সংসদে একটি প্রস্তাব নেয়া, অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে এ প্রচেষ্টার সমন্বয় সাধন এবং প্রবাসী কমিউনিটিতে দ্বন্দ্ব ব্যবস্থাপনা দিবস পালনের অধিষ্ঠিত আগ্রহ গড়ে তুলতে আন্তর্জাতিক দলের সঙ্গে স্থানীয়, পৌর, উপজেলা এবং জেলাগুলোর কাছে ছাড়াও মিডিয়া, প্রবাসী সংগঠন এবং সংশ্লিষ্ট সকলের কাছে এ বার্তা পৌঁছে দিতে উদ্যোগ নিয়েছে.
বাংলাদেশে দ্বন্দ্ব ব্যবস্থাপনা দিবসের গুরুত্বকে তুলে ধরতে BPCA এবং MJMF সপ্তাহ দীর্ঘ এক কর্মসুচী পালনের উদ্যোগ নিয়েছে . মাহিনুর জাহিদ মেমোরিয়াল ফাউন্ডেশন (MJMF) ইতিমধ্যে দেলোয়ার জাহিদ, রিসার্চ ফেলো, সেন্ট পলস কলেজ, ম্যানিটোবা বিশ্ববিদ্যালয়, কানাডা দ্বারা লিখিত দ্বন্দ্ব ব্যবস্থাপনা এর মাধ্যমে একটি ধারণামূলক পরিপ্রেক্ষিত তৈরীর জোড়ালো উদ্যোগ নিয়েছে এবং একটি ফোরাম গঠন করেছে (URL: WWW.ConflictManagementBangladesh.Com).