ঢাকা, ৩ ফেব্রুয়ারি, ২০১৪ (বাসস) : অমর একুশে গ্রন্থমেলা জমে উঠছে। ধীরে ধীরে বিনোদনের কেন্দ্রে পরিণত হয়ে উঠছে মেলার দু’প্রাঙ্গণই।
তারুণ্যের উচ্ছ্বলতার সেই চিরচেনা দৃশ্য ফুটে উঠছে পুরো মেলা জুড়েই। টিএসসি থেকে দোয়েল চত্বর পর্যন্ত সড়ক দ্বীপের ডিভাইডারে বসে তরুণ-তরুণীদের আড্ডা, বাহুল্য কথায় অট্ট হাসিতে ফেটে পড়া, সড়ক দ্বীপ জুড়ে বাদামের খোসা ও ঝালমুড়ির ঠোঙ্গা ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা, সবই চেনা দৃশ্য আবার ভেসে উঠছে।
গ্রন্থমেলায় এমন দৃশ্য প্রতিবছরই দেখা যায়। তারপরও দৃশ্যগুলো মনের ভিতর এক ধরণের ভাললাগার আন্দোলন তুলে যায়। স্মরণ করিয়ে দেয় এই তো বাঙালীর মিলনমেলা।
যে ভাষার জন্য বাঙালী জীবন দিয়েছিল, সে ভাষার টানেই সবাই ছুটে আসছে বাংলা একাডেমির সঙ্গে এবার সোহরাওয়ার্দী উদ্যানেও। মিলিত হচ্ছে একে অন্যের সঙ্গে। প্রতিদিনই বাড়ছে বইপ্রেমীর সংখ্যা, আর বাড়ছে তরুণ পাঠক-দর্শনার্থীও।
আজ মেলায় তৃতীয় দিনে নতুন বই এসেছে ৬০টি। একাডেমির তথ্য কেন্দ্র থেকে আজই প্রথম নতুন বইয়ের তালিকা প্রদান করা হলো। এরমধ্যে সবচেয়ে বেশি বই এসেছে কবিতার ১৩টি, উপন্যাস ৯টি, গল্প ৮টি, ভ্রমণ ৬টি, প্রবন্ধ ৫টি, মুক্তিযুদ্ধ ৪টি, ধর্মীয় ৩টি, জীবনী ১, রম্য/ধাঁধা ১, অনুবাদ ১, এবং অন্যান্য ৬টি বই। তথ্যকেন্দ্রের হিসাব অনুযায়ী মেলার প্রথম তিনদিনে মোট বই সংখ্যা এই ৬০টিই।
এদিন মেলায় বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের নবাব নওয়াব আলী মিলনায়তনে অজয় দাস গুপ্তর একাত্তরের ৭১ বইয়ের প্রকাশনা উৎসব হয়েছে। এ অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বইটি প্রকাশ করেছে আগামী প্রকাশনী।
লেখকের কথা
কথা সাহিত্যিক রশীদ হায়দার বলেন, মেলায় আজ প্রথম এলাম। বেশ ছিমছাম লাগছে। দুই স্থানে মেলা আয়োজন করায় পাঠকগণ বই নেড়েচেড়ে দেখতে পারছে। বেশ আয়েশিভাবে তারা চলাচলও করতে পারছে।
তিনি বলেন, তরুণ পাঠকের উপস্থিতি দিন দিন বাড়ছে, তারা বইও কিনছেন। তবে প্রতিদিন মেলায় যত মানুষ আসে, তাঁরা যদি একটি করে বই কিনেন তাহলে কোন স্টলেই আর বই থাকার কথা নয়। আশা করব আগত দর্শনার্থীরা একটি করে বই কিনবেন।
নতুন বই
একাডেমীর সম্বনয় ও জনসংযোগ উপ-বিভাগ থেকে জানা গেছে আজ মেলার তথ্যকেন্দ্রে জমা পড়েছে ৬০টি বই।
এর মধ্যে ঐতিহ্য থেকে এসেছে সাজ্জাদ হোসাইনের ঘৃণা ও হাসান হাবীবের ভ্রুণ শস্যের আলপনা, আগামী এনেছে হাসনাত আব্দুল হাইয়ের বৈশাখে ভার্জিনিয়া উলফ্ ও হেলাল উদ্দিন আহমেদের আরবদের ইতিহাস প্রাচীন ও মধ্যযুগ, গ্রন্থকানন থেকে এসেছে শাহজাহান আবদালীর কাব্যরাণী, অনন্যা এনেছে আহমদ রফিকের দেশবিভাগ ফিরে দেখা ও শিল্প সংস্কৃতি জীবন উল্লেখ্যযোগ্য।
আগামীকালের আয়োজন
আগামীকাল বিকাল ৪টায় গ্রন্থমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে মমতাজুর রহমান তরফদারের ইতিহাস চর্চায় একাল ভাবনা শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে প্রবন্ধ উপস্থাপন করবেন পারভীন হাসান। আলোচনায় অংশগ্রহণ করবেন ইতিহাসবিদ সৈয়দ আনোয়ার হোসেন, সাইফুদ্দীন চৌধুরী, এ কে এম শাহনাওয়াজ এবং মোহাম্মদ সেলিম। সভাপতিত্ব করবেন অধ্যাপক অজয় রায়। সন্ধ্যায় পরিবেশিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।