যশোর, ৪ জানুয়ারি ২০১৪ : যশোরের বাজারে শাক-সবজির দাম আরো কমেছে। দাম অপরিবর্তিত আছে চাল, ডাল, ভোজ্য তেল, রসুন, পেঁয়াজের। বৃহস্পতিবার শহরের বড়বাজার ঘুরে এ তথ্য পাওয়া গেছে। বাজারে শাক-সবজির আমদানি ছিল প্রচুর। দামও অনেক কম। প্রতিকেজি বেগুন বিক্রি হয় ১০ টাকা থেকে ১২ টাকা।
১২ টাকা থেকে ১৪ টাকা কেজি বিক্রি হয় ফুলকপি। প্রতিকেজি পালংশাক বিক্রি হয় ৮ টাকা থেকে ১০ টাকা। ১০ টাকা থেকে ১২ টাকা কেজি বিক্রি হয় পেঁয়াজের কলি। ৬ টাকা থেকে ৮ টাকা কেজি বিক্রি হয় বাঁধাকপি। প্রতিকেজি শিম, ওলকপি বিক্রি হয় ১০ টাকা থেকে ১২ টাকা। ৩০ টাকা কেজি বিক্রি হয় টমেটো ও মেটে আলু। প্রতিকেজি মিষ্টি কুমড়া বিক্রি হয় ২৪ টাকা। ২০ টাকা কেজি বিক্রি হয় ডাটা। বাজারে অপরিবর্তিত আছে কাঁচামরিচ ও পেঁয়াজের দাম। প্রতিকেজি দেশী পেঁয়াজ বিক্রি হয় ৫০ টাকা। ৩০ টাকা থেকে ৩৫ টাকা কেজি বিক্রি হয় আমদানিকৃত পেঁয়াজ। প্রতিকেজি দেশী বিদেশী রসুন বিক্রি হয় ৮০ টাকা। ১৬ টাকা কেজি বিক্রি হয় আলু। প্রতিকেজি কাঁচামরিচ বিক্রি হয় ২৮ টাকা। আগের দামে বিক্রি হয় সব ধরনের ডাল। প্রতিকেজি দেশী মসুর ডাল বিক্রি হয় ১০৫ টাকা। ৭০ টাকা থেকে ৮০ টাকা কেজি বিক্রি হয় আমদানিকৃত মসুর ডাল। প্রতিকেজি ছোলার ডাল বিক্রি হয় ৫০ টাকা থেকে ৫৫ টাকা। ১১০ টাকা থেকে ১২৫ টাকা কেজি বিক্রি হয় মুগের ডাল। প্রতিকেজি বুটের ডাল বিক্রি হয় ৩৮ টাকা থেকে ৪০ টাকা। প্রতিকেজি সয়াবিন তেল বিক্রি হয় ১০৮ টাকা থেকে ১১০ টাকা। ৮৮ টাকা কেজি বিক্রি হয় সুপার পাম তেল। প্রতিকেজি পাম তেল বিক্রি হয় ৭৮ টাকা থেকে ৮০ টাকা। বাজারে প্রতিকেজি স্বর্ণা চাল বিক্রি হয় ৩০ টাকা থেকে ৩১ টাকা। ৩৩ টাকা থেকে ৩৪ টাকা কেজি বিক্রি হয় আমদানিকৃত চাল। প্রতিকেজি বিআর-১০ চাল বিক্রি হয় ৩৩ টাকা থেকে ৩৫ টাকা। ৩৬ টাকা থেকে ৪০ টাকা কেজি বিক্রি হয় বিআর-২৮ চাল। প্রতিকেজি কাজললতা চাল ৩৮ টাকা থেকে ৪২ টাকা। ৩৮ টাকা থেকে ৪৪ টাকা কেজি বিক্রি হয় মিনিকেট চাল(বাসস) ।