এডমন্টন, আলবার্টা (কানাডা) থেকে | মে ২৯, ২০১৬: বাংলাদেশ প্রেসক্লাব অব আলবার্টা এর সক্রিয় সহায়তায় কানাডায় এম,জে,এম,এফ বাংলাদেশ স্পোর্টস ক্লাব, স্থানীয় ক্লেয়ারভিউ মিনি ষ্টেডিয়ামে ফোর্ট ম্যাকমারী দাবানল ক্ষতিগ্রস্থদের সাহায্যের প্রচারনায় চ্যারিটি ফুটবল খেলায় চ্যাম্পিয়ানশীপ অর্জণ করে। গতকাল উত্তেজনাপূর্ণ এ ফুটবল খেলায় ৩/২ গোলে প্রবাসে শক্তিশালী সবুজ দলের বিরুদ্ধে চমকপ্রদ খেলা খেলে আবারো বিজয় ছিনিয়ে আনে বাংলাদেশ. “সাহায্যের জন্য প্রচারনা মূলক খেলা” শ্লোগান নিয়ে বিপুল উৎসাহের সৃষ্টি করেছে এ বাংলাদেশী উদ্যোগটি।
উদ্ভোধন ও ট্রফি বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, কানাডা ইউনিট কমান্ডের অন্যতম নির্বাহী ও বাংলাদেশ প্রেসক্লাব অব আলবার্টা এর সভাপতি দেলোয়ার জাহিদ। সণ্মানিত অতিথি ছিলেন বিশিষ্ট ক্রীড়ামোদী মুহাম্মদ ইসমাইল।
খেলায় বাংলাদেশ লাল টীমে অংশগ্রহন করেন যথাক্রমে আহসান,তানভীর ,শান, আনাম, রবিন, শরীফ এম, পিকে, রচি প্রমুখ এবং আলবেনীয়ার সবুজ দলের পক্ষে খেলায় অংশ গ্রহন করেন।আল্টিন হেমেটাস ইউয়ার্ড ডেনেকো, বেনেট গোমেনী, এরিস লিকাস, নিরিটিক বোয়াস, আলবারো ষ্ট্রেটি ও অস্কার প্রমুখ। খেলা পরিচালনা করেন বিশিষ্ট ক্রীড়াবিদ মুহাম্মদ ইসমাইল।
খেলাধুলার মানউন্নয়নের পাশাপাশি ও আর্তমানবতার সেবায় নিজদের উৎসর্গ করার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেসক্লাব অব আলবার্টা এর সভাপতি দেলোয়ার জাহিদ।
এম,জে,এম,এফ-মাহিনুর জাহিদ মেমোরিয়াল ফাউন্ডেশন বিগত কয়েক বছরে ধরে কমিউনিটি সংগঠনগুলোর সক্রিয় সহযোগিতায় এডমন্টনের ক্রীড়াঙ্গনে নানাহ খেলাধুলার উদ্যোগ্তা হিসেবে কাজ করছে। উল্লেখযোগ্য অবদানের কারনে স্পোর্টস ইভেন্টসগুলোর বেশ জনপ্রিয় হয়ে উঠেছে (ছবিতে দর্শনীয়).
কানাডিয়ান রেড ক্রসের মাধ্যমে এম,জে,এম,এফ চ্যারিটি ফুটবল টুর্নামেন্টের সংগৃহিত সকল আয় দাবানল ক্ষতিগ্রস্থদের কল্যানে ব্যয় হবে বলে জানানো হয়েছে। পূর্বাহ্নে মহিলাদলের ফুটবল ও বাংলাদেশ লাল দল আলবেনীয়ার সবুজ দলের মধ্য খেলা ছিলো টান টান ঊত্তজনাপূর্ণ। (ছবিতে: বাংলাদেশ লাল দল ও আলবেনীয়ার সবুজ দলের মধ্যে খেলার টান টান ওত্তেজনা)