অনুষ্ঠানের প্রারম্ভে উপস্থিত সকলকে পুজার শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি ড. মানস সোম। অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাবেক ও বর্তমান নির্বাহী পরিষদের সন্মানিত সদস্যবৃন্দ ছাড়াও সমাজকন্ঠ সম্পাদকও বাংলাদেশ প্রেসক্লাব অব আলবার্টার সভাপতি দেলোয়ার জাহিদ ঊপস্থিত ছিলেন।
ড. মানস কমিউনিটি সেবার মাধ্যমে শান্তি ও সংস্কৃতি চর্চার জন্য সকলকে আহ্বান জানান।
বিসিএই এর সহ-সভাপতি কাজী আরঙ্গজেব তার সংক্ষিপ্ত বক্তব্যে বাংলা স্কুলে ছেলেমেয়েদের নিয়মিত ভাবে প্রেরন ও স্কুল প্রধান সালমা জাহানকে সার্বিক সহযোগিতার জন্য অভিবাবকদের আহ্বান জানান।
সঙ্গীত পরিবশনায় ছিলেন: চামিলী লস্কর, প্রতিতি, বিশ্বনাথ সাহা, খালেদ আশ্রাফী, সবিতা চৌধুরী ও জিনিয়া নাজ এবং ত্রিতাল শিল্পী গোষ্টীর নাজিয়া নাতাশা রহমান, আরিফিন ও মুনতাসির। নাচে প্রজৈতি ও কবিতায় তপন বাবু.
খাদ্য প্রস্তুতি ও ব্যবস্থাপনায় ছিলেন মকবুল হোসেন, সর্ব মিঃ মুহাম্মদ লস্কর, নারায়ন, তাপস,পার্থ, সমিত,সর্ব মিসেস সাথী, শিল্পীi, জয়াi, মুন্না, মিতা ও শাহীন প্রমুখ.
অনুষ্ঠানেরাফেল ড্র স্পন্সর করেন এম আরপ্রকৌশল এর মোঃ মিজানুর রহমান, শিশু রাহাত ও আরিয়ান এর কচি আঙ্গুলে উঠে আসে বিজয়ীদের নাম।
অনুষ্ঠানেরপরিকল্পনায় ও ব্যবস্থাপনায় ছিলেন কাজী আরঙ্গজেব, নাজনীন বেগম, ড. জাফর ওমিদ, সানজিদা, মু. লস্কর, নজরুল ইসলাম এবং সাবেক সভাপতি মুকবুল হোসেন এবং উপস্থাপনায় চৌধুরী ফারহানা হক।
- << Prev
- Next