সিলেট, ১৩ ফেব্রুয়ারি, ২০১৪ (বাসস) : আবার এলো বসন্ত। গাছের নতুন পাতায়, নতুন সাজ আবার বলে দেয় আজ পহেলা ফাল্গুন। গাছে গাছে বসন্তের ফুল দেখতে না পেলেও প্রকৃতির শুষ্কতা আর ধুলোর ধুসরিত পথই বলে দেয় এসেছে ঋতুরাজ বসন্ত।
বসন্তকে বরণ করতে সবধরনের প্রস্তুতি রয়েছে সিলেটে। এবারই প্রথম বৃহৎ পরিসরে বসন্তকে বরণ করে নিতে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করেছে সিলেট জেলা শিল্পকলা একাডেমি। তাদের বর্ণাঢ্য আয়োজনের মধ্যে থাকছে- সকাল খেকে শোভাযাত্রা, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, আবৃত্তি, কাঠি নৃত্য, সঙ্গীত, দলীয় নৃত্য, একক সঙ্গীত। এতে অংশ নেবে চা-বাগানের শ্রমিক থেকে শুরু করে সিলেটের সকল সামাজিক সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা।
সকালে উৎসবের উদ্বোধন করবেন অধ্যাপক মো. আবদুল আজিজ। জেলা শিল্পকলা একাডেমির জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাস গুপ্তের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম।
এদিকে, সিলেটের এমসি কলেজে মোহনা সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে প্রতিবারের মত আজ বৃহস্পতিবার মোহনা বসন্ত উৎসব হতে যাচ্ছে। বেলা সাড়ে ১১টায় কলেজ ক্যাম্পাসে ঋতুরাজ বসন্তকে বরণ করতে যাচ্ছে মোহনা সাংস্কতিক সংগঠন। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর হায়াতুল ইসলাম আকঞ্জি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস ও মোহনা সাংস্কৃতিক সংগঠনের উপদেষ্ঠাবৃন্দ।
বসন্ত বরণ অনুষ্ঠানে আয়োজনে থাকবে আলোচনা সভার পাশাপাশি মোহনা সাংস্কৃতিক কর্মীদের পরিবেশনায় নাটিকা, আবৃত্তি, ফ্যাশন শো, নৃত্য ও গান। এছাড়াও বসন্তকে বরণ করে নিতে সিলেটে বিভিন্ন সংগঠন আয়োজন করছে নানা অনুষ্ঠান।