কাঠমান্ডু, ১৭ ফেব্রুয়ারি, ২০১৪ (বাসস) : নেপালে পুলিশ নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষের সন্ধান পেয়েছে। সোমবার দেশটির পার্বত্য অঞ্চলে তারা এটির সন্ধান পায়। বিমানটিতে ১৮ জন আরোহী ছিল। তাদের কেউ বেঁচে নেই।
কাঠমান্ডুতে দেশের বৃহত্তম বিমান বন্দরে চীফ এয়ার ট্রাফিক কন্ট্রোলার বিমলেশ লাল কর্না এএফপিকে বলেন, ‘বিমানটি একটি পার্বত্য এলাকায় বিধ্বস্ত হয়। পুলিশ ওই এলাকার একটি গ্রামে বিমানটির ধ্বংসাবশেষের সন্ধান পেয়েছে। তবে এ দুর্ঘটনায় বিমান আরোহীদের কেউ বেঁচে নেই।’