রঙিন খামে
সোনালী রোদ জাগাল বোধ
নয়া গানের সুরে,-
সবার নামে রঙিন খামে
খবর এল উড়ে।
চৈতের শেষে বৈশাখ এসে
জড়তা দেয় নেশে,-
কবির গানে নতুন ধানে
কৃষাণ উঠে হেসে।
একই সাথে সবাই মাতে
নব বর্ষের স্বাদে,-
দিবস ধরে সবার ঘরে
পিঠা-পায়েস রাঁধে।
পথের ধারে নদীর পাড়ে
বসল মেলা ঝেঁকে,-
দু’চোখ ভরে নতুন করে
স্বপ্নটা যাই এঁকে...
নয়া বছর
নববর্ষের সদ্য ছবি
ভোর-বিহানে রাঙা রবি
পুব গগনে উঠে,-
পাখিরা গায় নিরজনে
নীল ভোমরা গুঞ্জরনে
ফুলের বনে ছুটে।
নতুন সুরে গেয়ে মুখে
নব আশায় স্বপ্ন সুখে
সবাই বাঁধে বুক,-
মাঠ-প্রান্তর বৃক্ষরাজি
জেগে উঠে নবীন মাঝি
ভুলল সবে দুখ।
ঘূর্ণী বায়ে ঊর্নি দিয়ে
নব আশার আলো নিয়ে
বছর ঘুরে এল,-
জোয়ান-বুড়ো মিলে সবে
অপার সুখ অনুভবে
অথই সুখ পেল।
সৌজন্যেঃ বোষ্টন বাংলা নিউজ