মাত্র কয় বছরে একের পর এক অনেক সুন্দর সুন্দর অনুষ্ঠান করে চমক লাগাচ্ছেন বাংলাদেশের সাবেক ছাত্রনেতা জিয়াউল হক জিয়া এবং তার সহধর্মিনী প্রাক্তন ছাত্রনেত্রী সাংবাদিক শামসাদ আরা রানা।মন্ট্রিয়লে একুশে বই মেলা থেকে শুরু করে বাংলাদেশের খ্যাতিমান সঙ্গীত শিল্পীদেরকে এনে সুন্দর সঙ্গীত সন্ধ্যাসহ বিভিন্ন ধরনের নান্দনিক অনুষ্ঠানের ধারাবাহিকতায় এবার দেখালেন ভিন্ন ধরনের অনুষ্ঠান। কানাডা বাংলাদেশ সলিডারিটি এবং বিডি২৪বর্ণমালা বাংলা স্কুলের বর্ষপূর্তি এবং বাংলা নববর্ষ ১৪২১ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ থেকে ক্রিকেট, হকি এবং ফুটবলের শ্রেষ্ঠ এবং শীর্ষ তারকা খেলোযাড়দেরকে ক্রেষ্ট দিয়ে সম্মান জানালেন এবং পাশাপাশি বাংলাদেশের খ্যাতিমান সঙ্গীত শিল্পী আইয়ুব বাচ্চু ও তার দল এলআরবিকে এনে মাতালেন কানায় কানায় পূর্ণ হল ভর্তি মন্ট্রিয়লের সঙ্গীত পিপাসু দর্শক শ্রোতাদের ।
গত রবিবার মন্ট্রিয়লের মন্টরয়াল স্কুলের বিশাল অডিটোরিয়ামে সলিডারিটির সহ-সভাপতি ও বর্ণমালা বাংলা স্কুলের কর্ণধার শামসাদ আরারানার গতানুগতিক প্রাণবন্ত সঞ্চালনে স্থানীয় শিল্পীদের কন্ঠে পরিবেশিত হয় বাংলাদেশ ও কানাডার জাতীয় সঙ্গীত। অনুষ্ঠানের আয়োজন নিয়ে এবং সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে আগামীতে আরো বড় কোনো অনুষ্ঠান করার প্রত্যয় ব্যক্ত করে স্বাগত বক্তব্য রাখেন কানাডা বাংলাদেশ সলিডারিটির সভাপতি জিয়াউল হক জিয়া।
মূল অনুষ্ঠানের প্রথম পর্বে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে যারা বিভিন্ন সময়ে অবদান রেখেছেন বিশেষ করে ক্রিকেটের সর্বোচ্চ আসরে আরোহনেরসন্ধিক্ষণে যারা মাঠে ছিলেন তাদের সংবর্ধনা দেয়া হয়। ফুটবলের সাবেক স্ট্রাইকার মামুন জোয়ার্দার, এস এম নওয়াজ সোহাগ, মিজানুর রহমানমিজান, গোলরক্ষক মাহমুদ হোসেন কার্জন, স্ট্রাইকার রিজভী করিম রুমি, গোলরক্ষক মোহাম্মদ মহসিন ও মিডফিল্ডার জিয়া বাবু, হকিতারকা সালাউদ্দিন তিশা, ক্রিকেটে তারকা খেলোয়াড় মফিজুর রহমান মান্না, জিয়াউর রশিদ রুপম, ফয়সল হায়দার, নেহাল হোসেইন, সাজিদহাসান, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন, ফারুক আহমেদ, নাইমুর রহমান দুর্জয় এবং তারকা ক্রিকেটার ওবর্তমান ধারাভাষ্যকার আতহার আলী খানকে সম্মাননা স্বরূপ ক্রেস্ট দেয়া হয়।
সংবর্ধিত ক্রীড়া ব্যক্তিত্বদের ক্রেস্ট প্রদান করেন কানাডার মন্ট্রিয়লে বসবাসরত ব্যবসায়ী, সাংবাদিক, শিক্ষাবিদ, রাজনৈতিক ব্যক্তিত্বরা। বিশিষ্ট শিক্ষাবিদ ড. ওয়াইজ উদ্দীন আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী শরীফ ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী রাসেল মির্জা, মুক্তিযোদ্ধা এবিএম বশীর উদ্দীন আহমেদ, মুক্তিযোদ্ধা গোলাম মুহিবুর রহমান, বাংলাদেশ প্রেসক্লাব অব মন্ট্রিয়লের সভাপতি দীপক ধর অপু, বিশিষ্ট ব্যবসায়ী ইয়াহইয়া আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী সেলিম জুবেরী, আয়োজক জিয়াউল হক জিয়া, রিয়েল এস্টেট ব্যবসায়ী রশিদ খান, মমিনিুল ইসলাম ভুঁইয়া, আরিফ দেওয়ান, জলিলুর রহমান, বিশিষ্ট সাংবাদিক কাজী আলম বাবু, প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে স্থানীয় শিল্পদের পরিবেশনায় বৈশাখী গানের পাশাপাশি দর্শক শ্রোতাদের মোহিত করেন ক্ষুদে নৃত্যশিল্পী সামিয়া। অনুষ্ঠানের শেষ পর্বে ছিলো বাংলাদেশের তারকা খচিত শিল্পী আইয়ুব বাচ্চু এবং তার দল এলআরবি। আইয়ুব বাচ্চুর গান আর বাজনার তালে তালে সঙ্গীর্তের মূর্চ্চনায় কেঁপে ওঠলো মন্টরয়াল আর নাচালেন নতুন প্রজন্মে সঙ্গীত পিপাসুদেরকে। আইয়ুব বাচ্চু তার প্রিয় সঙ্গীতগুলো পরিবেশনের পাশাপাশি ‘বাংলাদেশ বাংলাদেশ’ নামে নতুন অপ্রকাশিত একটি গান এলআরবি মন্ট্রিয়েলেই প্রথম পরিবেশন করে। যা অচিরেই প্রকাশিত হবে বলে শিল্পী জানালেন।
`আলোর নিচেও অন্ধকার’ থাকে ঠিক একইভাবে বড় কোনো আয়োজন করলে ভুলত্রুটি থেকেই থাকে তাইতো এত সুন্দর বিশাল অনুষ্ঠানেও কিছুটা ভিন্ন অভিমত পাওয়া গেছে দর্শক শ্রোতাদের কাছ থেকে। যেমন মঞ্চে লাইটের পর্যাপ্ত অভাব দেখা গেছে এবং আলোকচ্ছটা ছিলো নিম্নমানের পাশাপাশি বাংলাদেশ থেকে আগত খ্যাতিমান তারকা খচিত খেলোয়াড়দের মধ্যে একমাত্র নাইমুর রহমান দুর্জয় এমপি ছাড়া হাবিবুল বাশার সুমুনের মতো খেলোযাড়দেরকে বক্তব্য দেওয়ার সুযোগ না দেওয়াতে অনেকেই বিরুপ মন্তব্য করতে দেখা গেছে। তারপরে বলতে হয় অনেক প্রতিকুলতার মাঝে অনুষ্ঠান ছিলো প্রাণবন্ত। ব্রেভো জিয়াউল হক জিয়া ও তার সংগঠন এবং সংগঠনের কর্মকর্তাবৃন্দ। সূত্র: বোষ্টন বাংলা নিউজ