চুয়াডাঙ্গা, ২৫ মে ২০১৪ (বাসস) : জেলায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৫তম জন্মজয়ন্তী রোববার উদযাপন করা হয়।
দিনটি উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমী শ্রীমন্ত টাউন হলে এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মল্লিক সাঈদ মাহবুবের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দেলোয়ার হোসাইন। অন্যান্যদের মধ্যে জাতীয় কবির জীবনীর বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন, অধ্যক্ষ এস. এম. ইস্রাফিল, অধ্যাপক সিদ্দিকুর রহমান ও আবু সাইফ। এদিকে দিনটি উদযাপন উপলক্ষে জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে দু’দিনব্যাপী এক কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে ছিল শোভাযাত্রা, নজরুল সঙ্গীত পরিবেশন, নজরুলের কবিতা আবৃত্তি ও প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ। দামুড়হুদা উপজেলা পরিষদ এ কর্মসূচীর আয়োজন করে। দ্বিতীয় দিন রোববার পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, ১৯৩৭-৩৮ সালে কাজী নজরুল ইসলাম কার্পাসডাঙ্গায় এসেছিলেন এবং স্বাদেশী আন্দোলনকে সংগঠিত করেন। বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে কার্পাসডাঙ্গায় দিনটি উদযাপন করা হয়। |
|