সন্মানিত অতিথি সোহেল কাদরী এম, এল, এ, ও সিটি কাউন্সিলর অমরজিত সুহি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে হেরিটেজ ২১শে পদক প্রাপ্তদের পদক প্রদান করেন।ভাষা আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদানের জন্য রাজশাহীর অন্যতম ভাষা সৈনিক মোঃ সিদ্দিক হুসাইন, প্রফেসর ডঃ নূরুল ইসলাম (শিক্ষা ক্ষেত্রে), ডঃ হাফিজুর রহমান (কমিউনিটি সার্ভিস), সহিদ হাসান (কমিউনিটি সার্ভিস ও সাংগঠনিক)কে অনুষ্ঠানে পদক বিতরন করা হয়।
কানাডার সন্মানিত প্রধানমন্ত্রী স্টিফেন হারপার, পিসি, এমপি একুশ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ হেরিটেজ এন্ডএথনিকসোসাইটি অব আলবার্টা’র কাছে প্রেরিত এক বার্তায় আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।সংগঠনের সভাপতির কাছে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সালাছ ক্যারোলিন এ বার্তাটি প্রেরন করেন।
এছাড়াও আলবার্টাপ্রদেশের প্রিমিয়ার এলিসন রেডফোর্ড কিউসি, স্পীকার জেনে জুঝডেস্কী, কালচারাল মিনিষ্টার হেদার ক্লিমচুক, সহযোগী মন্ত্রী নরেশ বারদওয়াজ, সোহেল কাদরী এম, এল, এ এবং ইউনিভার্সিটি অব ম্যাকুইনের প্রেসিডেন্ট ডেভিড ডব্লিউ এটকিনশন, সিটি মেয়র জন ইভেশন দিবসটির উপর গুরুত্বারূপ করে বার্তা পাঠিয়েছেন।
বক্তারা কিশোর মির্জা নাবিদ আলমের মাতৃভাষা শিখার নিরন্তর সংগ্রাম ও প্রচেষ্টার উপর আলোকপাত করে বক্তব্য রাখেন এবং ভিন্ন ভাষাবাসী অভিবাবকদের এ বিষয়ে অতীব যত্নশীল হওয়ার পরামর্শ দেন।