সন্মানিত অতিথি সোহেল কাদরী এম, এল, এ, ও সিটি কাউন্সিলর অমরজিত সুহি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে হেরিটেজ ২১শে পদক প্রাপ্তদের পদক প্রদান করেন।ভাষা আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদানের জন্য রাজশাহীর অন্যতম ভাষা সৈনিক মোঃ সিদ্দিক হুসাইন, প্রফেসর ডঃ নূরুল ইসলাম (শিক্ষা ক্ষেত্রে), ডঃ হাফিজুর রহমান (কমিউনিটি সার্ভিস), সহিদ হাসান (কমিউনিটি সার্ভিস ও সাংগঠনিক)কে অনুষ্ঠানে পদক বিতরন করা হয়।