সমাজকন্ঠ ডেস্ক
আন্তর্জাতিক জাতিগত বৈষম্য দূরীকরণ দিবস পালন উপলক্ষে কানাডার এডমনটনে বাংলাদেশ হেরিটেজ এন্ড এথনিক সোসাইটি অব আলবার্টা এক আলোচনানুষ্ঠানের আয়োজন করে। সংগঠনের সভাপতি দেলোয়ার জাহিদের সভাপতিত্বে সন্ধ্যায় এ সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় কর্মক্ষত্রে বৈষম্য দূরীকরণের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি সহিদ হাসান, সাধারন সম্পাদক আহসান উল্লাহ, কোষাধ্যক্ষ মাজহারুল ইসলাম ও সংস্কৃতি বিষয়ক সচিব এম আনামুর রহমান মিয়া। বক্তাগন বর্ণবাদ ও জাতিগত বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম ও সংহতি প্রকাশ করে আন্তর্জাতিক কাঠামোর বাইরে কি করণীয় তা নিয়ে ব্যক্তি, সম্প্রদায়, সমাজ ও অঞ্চলে ব্যাপক আলোচনার দাবি জানান। যে সব অঞ্চলে বা সমাজে বর্ণবাদ অবিচার ও কলঙ্কের বোঝা হিসেবে রয়ে গেছে এর বিরুদ্ধে কাজ করার জন্য সাংগঠনিক তৎপরতার উপর ও তারা জোর দেন।
কানাডার সন্মানিত প্রধানমন্ত্রী স্টিফেন হারপার, পিসি, এমপি আন্তর্জাতিক জাতিগত বৈষম্য দূরীকরণ দিবস পালন উপলক্ষে জাতির উদ্দেশ্য একটি বার্তা পাঠান।
সভাপতি দেলোয়ার জাহিদ বর্ণবাদ, অসহিষ্ণুতা ও জাতিগত বিদ্বেষ এর সাথে সম্প্রদায়িকতার নিবির যোগসূত্রের বরাত দিয়ে বৈষম্যহীনতা, সম্প্রীতি ও জীবনে সহনশীলতার শিক্ষা নেয়ার জন্য সকলকে আহ্বান জানান। তিনি আইনের প্রতি শ্রদ্ধা, ব্যক্তি সমতা ও আত্মত্যাগের শিক্ষা নিয়ে এ সমস্যা থেকে পরিত্রানের উপায় খুজতে সাংগঠনিক উদ্যোগের উপর জোরারূপ করেন।