ঢাকা, ১১ মে, ২০১৪ (বাসস) : ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন।
ঢাকায় ভারতের হাই কমিশনার পঙ্কজ সরণ আজ সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ-এর সঙ্গে দেখা করে আমন্ত্রণপত্রটি হস্তান্তর করেন। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন এবং প্রতিবেশী দেশ সফরের আমন্ত্রণ জানানোর জন্য ভারতের রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান। বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম বাসস’কে জানান, কূটনৈতিক চ্যানেলে আলোচনা করে সুবিধাজনক সময়ে সফরের তারিখ ঠিক করা হবে। বৈঠককালে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বাংলাদেশ ও ভারতের মধ্যেকার সম্পর্কে সন্তোষ প্রকাশ করে বলেন, ভারতের সঙ্গে এই আবেগময় বন্ধন আরো জোরালো করতে বাংলাদেশ বদ্ধপরিকর। রাষ্ট্রপতি তিস্তার পানি বন্টন চুক্তি স্বাক্ষর ত্বরান্বিত করার প্রয়োজনীয়তার উপর জোর দেন। পঙ্কজ সরণ বলেন, ভারত বাংলাদেশের সংগে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে খুবই মূল্য দিয়ে থাকে এবং নিকট প্রতিবেশী দেশগুলোর সংগে সম্পর্ক উন্নয়নের ব্যাপারে অঙ্গিকারাবদ্ধ। রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবগণ এ সময় উপস্থিত ছিলেন। |
|