কানাডাথেকেঃ
এডমোনটন, আলবার্টা (জুন ১৪, ২০১৪) ঃ বাংলাদেশ হেরিটেজ এন্ড ইথনিক সোসাইটি অব আলবার্টা ও বাংলাদেশ প্রেসক্লাব সেন্টার অব আলবার্টার মধ্যে টান টান উত্তেজনাপূর্ণ এক ক্রিকেট টুর্নামেন্ট এডমোনটন সিটির সেন্ট যোশেফ ১নং ফিল্ডে অনুষ্ঠিত হয় ।মাহিনুর জাহিদ মেমোরিয়াল ফাউন্ডেশানের স্পন্সরশীপে অনুষ্ঠিত এ ক্রিকেট টূর্ণামেন্টে ১৯ ওভারে ১০৪ রান করে চেম্পিয়ানশীপ ট্রফি অর্জন করে বাংলাদেশ হেরিটেজ এন্ড ইথনিক সোসাইটি দল ও ২০ ওভারে ১০৩ রান করে রানার্স আপ ট্রফি পায় বাংলাদেশ প্রেসক্লাব।
- Prev
- Next >>