কানাডা : বিশিষ্ট লেখক, সাংবাদিক, ও সাবেক সাংসদ বেবী মওদুদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ প্রেসক্লাব সেন্টার অব আলবার্টা (বিপিসিএ) এর সভাপতি বিশিষ্ট প্রবাসী সাংবাদিক দেলোয়ার জাহিদ। এক শোক বিবৃতিতে জনাব জাহিদ বলেন, ‘তার মৃত্যুতে নারী জাতি হারালো একজন পথিকৃৎকে, জাতি হারালো একজন নিবেদিতপ্রাণ সাংবাদিককে। তার অঅবদানের কাছে চির ঋণী বাঙ্গালী জাতি ।
- Prev
- Next >>