Requirements not met

Your browser does not meet the minimum requirements of this website. Though you can continue browsing, some features may not be available to you.


Browser unsupported

Please note that our site has been optimized for a modern browser environment. You are using »an unsupported or outdated software«. We recommend that you perform a free upgrade to any of the following alternatives:

Using a browser that does not meet the minimum requirements for this site will likely cause portions of the site not to function properly.


Your browser either has JavaScript turned off or does not support JavaScript.

If you are unsure how to enable JavaScript in your browser, please visit wikiHow's »How to Turn on Javascript in Internet Browsers«.


Your browser either has Cookies turned off or does not support cookies.

If you are unsure how to enable Cookies in your browser, please visit wikiHow's »How to Enable Cookies in Your Internet Web Browser«.

 

Select Language:

হাইলাইট:

এই বিভাগে

নিউজ লেটার

Please subscribe to our newsletter to receive current news highlights, as well as news and information about Samajkantha Online Inc.

বিজ্ঞাপন

  • Delwar Jahid, S. · Commissioner of Oath in & for the Province of Alberta and Saskachewan
  •  Bangladesh Heritage and Ethnic Society of Alberta (BHESA) · Promoter of Bangladeshi Culture and Heritage in and around Edmonton
  • Bangladesh PressClub Centre of Alberta (BPCA) · Professional Forum for Journalists and Media Associates
  • A Conceptual Perspective of Conflict Management, Book by Delwar Jahid
  • Mahinur Jahid Memorial Foundation (MJMF) · Supporter of Bangladeshi and Canadian Youth
  • Celebration of Mother Language, Culture and Heritage at MotherLanguageDay.ca
  • Shores Canada Ltd. · The producer of classic and online media  with a slightly different touch.
  • Asian News and Views · Bengali online news magazine

Bengali Fonts

You need to install at least one Bengali font to read or write Bengali.

We offer a .ZIP-File true type font for download. Read the following installation instructions to see how to install the font.

সমসাময়িক

মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০১৪

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কটিয়াদী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক বর্তমানে আমেরিকা প্রবাসী ফোবানা এওয়ার্ড/২০১৪ প্রাপ্ত বোষ্টনবাংলানিউজের প্রধান সম্পাদক ও বাপসনিউজ এজেন্সীর সম্পাদক হাকিকুল ইসলাম খোকন ও তার সহধর্মীনি বোষ্টনবাংলানিউজের বিশেষ প্রতিনিধি আয়েশা আক্তার রুবী এবং আমেনা আক্তার নিপাকে গত ২৩ সেপ্টেম্বর, মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় কটিয়াদী প্রেসক্লাব ও বাংলাদেশ সাংবাদিক সমিতি উপজেলা কর্তৃক এক সংবর্ধনা প্রদান করা হয়েছে । কটিয়াদী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য বর্তমানে আমেরিকা প্রবাসী ফোবানা এওয়ার্ড/২০১৪ প্রাপ্ত বোষ্টন বাংলা নিউজ ও বাপস্ নিউজ এজেন্সীর সম্পাদক সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন ও তার সহধর্মীনি বোষ্টন বাংলা নিউজের বাংলাদেশ প্রতিনিধি আয়েশা আক্তার রুবীকে গত ২৮ সেপ্টেম্বর কটিয়াদী প্রেসক্লাব কর্তৃক এক সংবর্ধনা প্রদান করা হয়েছে।
 
সংবর্ধনা অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবদুল ওয়াহাব আইনউদ্দিনের সভাপতিত্বে অথিতিদের মাঝে বক্তব্য রাখেন কটিয়াদি আওয়মী লীগের সভাপতি মুজিবুর রহমান হামিদ, বিশিষ্ট ব্যাবসায়ি আশীষ কান্তি সাহা মানিক, শীতল সাহা, কটিয়াদি প্রেসক্লাবের সাবেক প্রিয়লাল রায়, আমিনুল ইসলাম, রতন ঘোষ, সাংবাদিক বেনী মাধব ঘোষ, ব্রজ গোপাল বনিক, আবু ইসা মঞ্জিল,সারোয়ার হোসেন শাহীন,সৈয়দ মুরসালীন ধারাশিকো প্রমূখ । অনুষ্ঠান পরিচালনা করেন প্রেসক্লাবের সহ-সভাপতি ও উপন্যাসিক রুহুল আমীন রাজু।
 
সাংবাদিক হাকিকুল ইসলাম খোকনের কটিয়াদি আগমন উপলক্ষে একটি শুভেচ্ছা তোড়ন নির্মাণ করা হয়। এবং সস্ত্রিক প্রেসক্লাব ভবনে আগমনকালের সাংবাদিকরা তাদের ফুলের তোড়া দিয়ে সাদর অভ্যর্থনা জানায়। অনুস্থানের প্রারম্ভে প্রেসক্লাবের সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন ও সহধর্মীনি বোষ্টনবাংলানিউজের বিশেষ প্রতিনিধি আয়েশা আক্তার রুবীকে প্রেসক্লাবের আজীবন সদস্যপদ ও সম্মাননা এ্যাওয়ার্ড প্রদান করেন প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবদুল ওয়াহাব আইনউদ্দিন। এছাড়াও হাকিকুল ইসলাম খোকনকে উপজেলা পরিষদের পক্ষ থেকে একটি সম্মাননা এ্যাওয়ার্ড প্রদান করেন উপজেলা চেয়ারম্যান আবদুল ওয়াহাব আইনউদ্দিন। সংবর্ধনা সভায় বক্তাগণ হাকিকুল ইসলাম খোকনের বস্তু নিষ্ঠ ও সাহসী সাংবাদিকতার ভুয়সী প্রসংশা করেন এবং প্রবাসে থেকেও সুনামের সাথে সাংবাদিকতা পেশায় তার অবদানের জন্য বিশেষভাবে ধন্যবাদ জানান।
 
 উল্লেখ্য, সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন দীর্ঘ ২ যুগ পর তিনি আমেরিকা থেকে দেশে আসেন । তিনি ফোবানা এওয়ার্ড ছাড়াও মিনিষ্ট্রিম নিউয়র্ক সিটি ক্উান্সিল এওয়ার্ড, হোস হো এওয়ার্ড, বাংলাদেশ কনভেনশন এওয়ার্ড অর্জন করেন।
 
 সাংবাদিক ও এক্টিভিস্ট হাকিকুল ইসলাম খোকন এর জন্ম ৬০ এর দশকে ১৯৬৫, ২১ ফেব্রুয়ারি। ঢাকা বিভাগের বৃহত্তর ময়মনসিংহ জেলার কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলার জালালপুর-এর এক সম্ভ্রান্ত রাজনীতিক পরিবারে। বাবা- মা প্রয়াত মোজাম্মেল হক ভূঁইয়া ও খোদেজা ভূঁইয়া উভয়েই ছিলেন শিক্ষানুরাগী ও সমাজসেবী। সাংবাদিকতা ও রাজনীতিতে জড়িত ছাত্র জীবন থেকে। রাষ্ট্র বিজ্ঞানে স্নাতকোত্তর হাকিকুল ইসলাম খোকন ১৯৭৭ সালে ঢাকায় প্রথম প্রকাশিত সাপ্তাহিক খবর এর স্টাফ রিপোর্টার হিসেবে সাংবাদিকতার সূচনা করেন। ঢাকার বিভিন্ন জাতীয় দৈনিক, সাপ্তাহিক সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রকাশিত মিডিয়াসমূহে কর্মরত ছিলেন। ১৯৮৪ সালে সিংগাপুরে অবস্থানকালে বাংলাদেশ এসোসিয়েশন অব সিংগাপুর এর প্রতিষ্ঠাতা ও সভাপতি, সিংগাপুর প্রেসক্লাব, সাংবাদিক সমিতি ও আসিয়ান সাংবাদিক সমিতির নির্বাচিত সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি কটিয়াদি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য হন ১৯৮১। নির্বাচিত সাধারণ সম্পাদক এর দায়িত্ব পালন করেন ১৯৮৯ সালে। ‘৯০ দশকে যুক্তরাষ্ট্রে প্রবাসী হবার পূর্বে ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ সাংবাদিক সমিতির জাতীয় সম্মেলনে বিপুল ভোটে কার্যকরী কমিটির সদস্য নির্বাচিত হন। ‘৯০ দশকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক প্রবাসী হবার পর যুক্তরাষ্ট্র, ইউরোপ ও বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক, বার্তা সংস্থা, ওয়েব মিডিয়া সমূহে কর্মরত রয়েছেন।
 
যুক্তরাষ্ট্রের মূল স্রোতধারার নিউইয়র্ক প্রেসক্লাব,এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, ফরেন প্রেসক্লাব এর সক্রিয় সদস্য, এশিয়ান আমেরিকান জার্নালিস্ট এসোসিয়েশনের জীবন সদস্য, এছাড়াও অন্যান্য সাংবাদিক সংগঠন সমূহের সক্রিয় সদস্য। নিউইয়র্ক হতে প্রকাশিত অধুনালুপ্ত বাংলা মাসিক ম্যাগাজিন ‘প্রগতি‘ (১৯৯৩-৯৬) সহকারি সম্পাদক, অধুনালুপ্ত ইংরেজি সাপ্তাহিক ‘দি এশিয়া টাইমস‘ সিনিয়র সংবাদদাতা হিসেবে কর্মরত ছিলেন। তিনি নিউইয়র্ক হতে প্রকাশিত সাপ্তাহিক গণবাংলা‘র ভারপ্রাপ্ত সম্পাদক, ওয়াল্ড প্রেস ফ্রিডম ডে‘র প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী ১৯৯৪ সালের ৪ মে প্রতিষ্ঠাতা বাঙালি আমেরিকানদের সর্ব প্রথম আন্তর্জাতিক বার্তা সংস্থা বাংলাদেশ-আমেরিকান প্রেস সার্ভিস (বাপসনিউজ এজেন্সি) এর প্রতিষ্ঠাতা ও এডিটর। ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির সদস্য, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের উপদেষ্টা, শিশু সংগঠন শিরি শিশু সাহিত্যি কেন্দ্রের উপদেষ্টা, বোস্টন হতে প্রথম ও একমাত্র ওয়েব-২৪ ঘন্টার জনপ্রিয় দৈনিক ‘বোস্টনবাংলানিউজ ডটকম‘ এর প্রধান সম্পাদক, নিউইয়ক হতে প্রকাশিত সাপ্তাহিক মুক্তকন্ঠ এর উপদেষ্টা সম্পাদক ও এডিটোরিয়াল বোর্ড, উপদেষ্টা সম্পাদক হলিউডবাংলা ডটকম এবং মরুপলাশ ডটকম, কন্ট্রিবিউটিং এডিটর পিবিসি২৪ ডটকম ও নিউজ৪বাংলা ডটকম, সভাপতি বঙ্গবন্ধু প্রচারকেন্দ্র সমাজকল্যাণ পরিষদ, বাংলাদেশ হিউম্যান রাইটস পরিষদ, প্রবাসী বাঙালি সমাজকল্যাণ পরিষদ, জাতীয় চারনেতা পরিষদ, মুজিব আদর্শ মূল্যায়ন পরিষদ, সাধারণ সম্পাদক যুক্তরাষ্ট্রস্থ সোহ্রাওয়াদী স্মৃতি পরিষদ, তিনি জাতিসংঘের অন্তর্ভূক্ত ইন্টারন্যাশনাল এসোসিয়েনশ অব রিলিজিয়াস ফ্রিডম ইউএসএ চাপ্টারের সক্রিয় সদস্য এবং মানবাধিকার বিষয়ক ও সমাজ উন্নয়নমূলক এনজিও কর্মকান্ডে সক্রিয়ভাবে জড়িত এবং বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক শান্তি সম্মেলন, যুদ্ধবিরোধী সমাবেশে সক্রিয়ভাবে অংশ নেন। তিনি বাংলাদেশের মর্যাদাশীল সাংবাদিক সংগঠন বিজেএসএস এর নির্বাচিত সহ-সভাপতি, বিএমএসএফ সিনিয়র সহ সভাপতি, বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের সহ-সভাপতি, একই সাথে বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন এবং বিএমএমএফ এর যুক্তরাষ্ট্রের সভাপতির দায়িত্বে রয়েছেন। হাকিকুল ইসলাম খোকন মূলধারাসহ বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য ৩০ ও ৩১আগস্ট দু‘দিন ব্যাপী নিউইয়র্কের লাগাডিয়া মারিয়ট হটেলে ২৮তম বাংলাদেশ কনভেনশনে (ফোবানা ২০১৪) মূলধারাসহ বিভিন্ন সেক্টরে অবদানের জন্য সাংবাদিকতা, রাজনীতি, মানবাধিকার সমাজসেবা এবং মাল্টিএকিভিজমে এ্যাওয়ার্ড পেয়েছেন। তিনি ২০১১ সালে সাংবাদিকতায় হলিউডবাংলা কর্তৃক এ্যাওয়ার্ড পেয়েছেন। ২০১১ সালে মূলধারা নিউইয়র্ক সিটি কাউন্সিল কর্তৃক সাইটেশন সম্মাননা এবং ২০১২ সালে এ্যাওয়ার্ড পেয়েছেন। ২০১৩ সালে হোজ হো কর্তৃক সাংবাদিকতা, রাজনীতি, লিডারশীপ হিসেবে এ্যাওয়ার্ড পেয়েছেন। তিনি রাজনীতিক, সামাজিক, সাংস্কৃতিক, মানবাধিকার, পরিবেশ ও সাংবাদিকতা বিষয়ক সেমিনার, সিম্পোজিয়াম, ---- বিষয়ে যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, জামার্নি, বেলজিয়াম, ইতালি, স্পেন, রাশিয়া, নরওয়ে, সিংগাপুর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যন্ড, সুইডেন, তাইওয়ান, হংকং, ভারত, নেপাল ও ভূটান প্রভৃতি দেশ সফর করেন।
 তিনি ২০১১ সালে পৃথিবীর সকল মা-ই মমতাময়ী মা ও শিশুদের উৎসর্গ করে দেশ ও প্রবাসের সাহিত্যিকদের সমন্বয়ে প্রকাশিত কাব্যগ্রন্থ ‘শিরি সে এক মা ‘ এর সম্পাদক বাপসনিউজ। (সূত্রঃ বোষ্টন বাংলা নিউজ)